বন্ধু নিরধনিয়ার ধন, কেমনে পাইমুরে কালা তোর দরিশন — আরকুম শাহ
চাইর চিজে পিঞ্জিরা বানাই, মোরে কইলায় বন্ধু, বন্ধু নিরধনিয়ার ধন, কেমনে পাইমু রে কালা তোর দরিশন।। সমুদ্দুরের জল উঠে বাতাসের জোরে, আবর হইয়া ঘুরে পবনের ভরে, জমিনে পড়িয়া শেষে সমুদ্দুরে যায়, আর জাতেতে মিশিয়া জাতে তরঙ্গ খেলায়।। তুমি আমি আমি তুমি জানিয়াছি মনে, বিচিতে জন্মিয়া গাছ বিচি ধরে কেনে, এক হইতে দুই হইল প্রেমেরই কারণ, সেই অবধি আশিকের দিল করে উচাটন।। আরো পড়ুন