আমি বড় দুঃখে দুঃখী আমি ও গুরু ভবে কেউ নাই আপনার হচ্ছে হেমাঙ্গ বিশ্বাসের লেখা একটি আধুনিক বাংলা গণসংগীত। গানটি মাঝারি আকারের ১৪ লাইনের একটি কাহিনীকাব্য। গানটি সুর করেছিলেন হেমাঙ্গ বিশ্বাস নিজেই এবং তিনিই গেয়েছিলেন।
গানটি হেমাঙ্গ বিশ্বাসের একটি জনপ্রিয় গণসংগীত এবং এটি একটি কাহিনীকাব্য হিসেবে বিবেচিত।গানটি লোকসংগীতের জনপ্রিয় সুরে, মূলত ভাটিয়ালি সুরে গাওয়া হয়েছে। গানটির কথা এবং গানটিকে রোদ্দুরে ডট কম আপনাদের কাছে উপস্থাপন করতে পেরে আনন্দিত।
‘আমি বড় দুঃখে দুঃখী আমি ও গুরু ভবে কেউ নাই আপনার’ গানের কথা
আমি বড় দুঃখে দুঃখী আমি ও
গুরু ভবে কেউ নাই আপনার
তোমার শ্রীচরণে এই নালিশ আমার
দয়াল গুরু গো … ।।
গুরু ও আমার বাড়ির চারিধারে
ডাকাইতের দল বসত করে ও
মনা ডাকাইত, দলের সর্দার ও
গুরু ভয়ে প্রাণ ও একাসার
শ্রীচরণে এই নালিশ আমার।।
গুরু ও আমার সাত পুরুষের ভিটাখানা
তাতে জমিদারের পাওনা দেনা ও
তারা আমায় কখন উচ্ছেদ করে ও
খাজনার যম রাজা তহশিলদার
শ্রীচরণে এই নালিশ আমার।।
গানটি ইউটিউবে শুনুন এবং চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন
সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার চুনারুঘাট উপজেলার মিরাসি গ্রামে জন্ম নেয়া হেমাঙ্গ বিশ্বাস বাংলা গণসংগীতের জননন্দিত মহাযোদ্ধা। তিনি একজন বাঙালি সঙ্গীতশিল্পী, কবি, লেখক এবং সুরকার। মূলত লোকসঙ্গীতকে ভিত্তি করে গণসঙ্গীত সৃষ্টির ক্ষেত্রে তাঁর অবদান বাঙালির ইতিহাসে অবিস্মরণীয়। “হেমাঙ্গ বিশ্বাসের গান” এবং “শঙ্খচিলের গান” তাঁর গানের দুটি সঙ্কলন।