(আমি) তাকদুম তাকদুম বাজাই বাংলা দেশের ঢোল—
সব ভুলে যাই, তাও ভুলি না বাংলামায়ের কোল।
বাংলা! জনম দিলা আমারে—
তোমার পরান আমার পরান এক নাড়ীতেই বাঁধা রে।
মা-পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারো নাই—
সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা-মায়ের কোল।।
মা, তোমার মাটির সুরে সুরেতে,
আমার জীবন জুড়াইলা বাউল-ভাটিয়ালিতে।
পরান খুইল্যা মেঘনা, তিতাস, পদ্মারই গান গাই—
সব ভুলে যাই, তাও ভুলি না বাংলামায়ের কোল।।
বাজে ঢোল নরম গরম তালেতে,
বিসর্জনের ব্যথা ভোলায় আগমনীর খুশিতে।
বাংলাদেশের ঢোলের বোলে ছন্দপতন নাই।
সব ভুলে যাই, তাও ভুলি না বাংলামায়ের কোল।।
কথা : মীরা দেববর্মণ
সুর : শিল্পী
শিল্পী: শচীন দেববর্মণ
মীরা দেববর্মণ (মার্চ ১৯১৯ – ১৫ অক্টোবর ২০০৭) জন্মেছিলেন বাংলাদেশের কুমিল্লায় ১৯১৯ খ্রিষ্টাব্দের মার্চ মাসে। মীরা হচ্ছেন বাংলার একজন খ্যাতনামা গীতিকার এবং সঙ্গীত শিল্পী। তিনি বাংলার বিখ্যাত সুরকার শচীন দেববর্মণের স্ত্রী এবং রাহুল দেববর্মণের মাতা। তাঁর উল্লেখযোগ্য গান গুলো হলো ‘আজ দোল দিল কে’ (১৯৪৬), ‘তুম হ বড়ে চিতচোর’ (১৯৪৬), ‘কেন হায় স্বপ্ন ভাঙ্গার আগে’ (১৯৪৯), ‘কালি বদরিয়া ছা গয়ে, ডালি ডালি ফুল’ (১৯৪৮), ‘কে দিল ঘুম ভাঙ্গায়ে’ (১৯৪৯) ইত্যাদি।