ট্রাচিসচিয়াম কলুব্রিডি পরিবারের সাপের একটি গণের নাম

সাপের নাম

ট্রাচিসচিয়াম

বৈজ্ঞানিক নাম: Trachischium Günther, 1858 সমনাম: নেই; বাংলা নাম: কীট খাওয়া সাপ, ইংরেজি নাম: worm-eating snakes.
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Animalia বিভাগ: Chordata উপপর্ব: Vertebrata শ্রেণী/Class: Reptilia বর্গ: Squamata উপবর্গ: Serpentes পরিবার/গোত্র: Colubridae গণ: Trachischium, Günther, 1858,

ভূমিকা: ট্রাচিসচিয়াম (বৈজ্ঞানিক নাম: Trachischium) কলুব্রিডি পরিবারের সাপের একটি গণের নাম। এদেরকে কীট খাওয়া সাপ (ইংরেজি: worm-eating snakes) বলেও ডাকা হয়। বাংলাদেশে এই গণে তিনটি প্রজাতি আছে।

ট্রাচিসচিয়াম গণের প্রজাতির সাপগুলোর ম্যাক্সিলারী দাঁতের সংখ্যা ১৮-১২০টি, সবগুলো প্রায় সমান। মাথা গ্রীবা থেকে সুস্পষ্ট পৃথক নয়; পিউপিল গােলাকার বা উলম্বভাবে প্রায় উপবৃত্তাকার; নাসারন্ধ দুই নাসিকার মধ্যবর্তী স্থানে অবস্থিত।

এদের দেহ নলাকার; আঁইশ মসৃণ, স্যাকরাল কশেরুকা বরাবর আঁইশ শিরযুক্ত, দেহের সম্পূর্ণ অংশে ১৩-১৫ সারি আঁইশ থাকে; শীর্ষে পিট/গর্ত থাকে; দেহের অঙ্কীয়ভাগ গােলাকার; লেজ ছােট, নিম্ন-পুচ্ছের আঁইশ জোড়ায় থাকে (Smith, 1943)।

ট্রাচিসচিয়াম গণে সারা পৃথিবীতে আছে ৬টি প্রজাতি এবং বাংলাদেশে আছে ৩টি প্রজাতি। বাংলাদেশে প্রাপ্ত এই গণের তিনটি প্রজাতি হচ্ছে ক. গুন্থারের সুরু সাপ, খ. অসমীয়া সুরু সাপ এবং গ. কমলাপেট সুরু সাপ

ছবির ইতিহাস: এই গণের প্রজাতি গুন্থারের সরু সাপের ছবিটি Avrajjal Ghosh তুলেছেন জুলাই ২০১৪-তে দার্জিলিং থেকে।

তথ্যসূত্র:

১. জিয়া উদ্দিন আহমেদ (প্রধান সম্পা.), বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: উভচর প্রাণী ও সরীসৃপ, খণ্ড: ২৫ (ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৯), পৃ. ১৬১।

Leave a Comment

error: Content is protected !!