ভুমিকা: পপের লাল ফিতে সবুজ বোরা Viperidae পরিবারের Trimeresurus গণের সবুজ বর্ণের আঁইশযুক্ত সরীসৃপ প্রাণী। বাংলাদেশের সাপের তালিকায় এটি চিরসবুজ বনাঞ্চলের এবং আন্তর্জাতিকভাবে এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাপ।
বর্ণনা: লাল ফিতে সবুজ বোরা এর দৈর্ঘ্য প্রায় ৮০ সেমি তবে দৈর্ঘ্য ১ মিটার বা ১ মিটারের বেশি হতে পারে। দেহের পৃষ্ঠীয়ভাগ সবুজ, আঁইশের মধ্যবর্তী ত্বক নীলাভ। অঙ্কীয়ভাগ ঈষৎ থেকে সাদাটে, দুই উজ্জ্বল রঙযুক্ত দ্বারা পৃথক, কমলা বা বাদামী এবং অঙ্কীয়পার্শ্বীয় দাগ-এর উপরের অংশ সাদা যা সাপের দেহের বহি:আঁইশ সম্পূর্ণ অংশ এবং ২য় সারি আঁইশের অংশ বিশেষ পর্যন্ত বিস্তৃত থাকে।
মাথা ত্রিকোণাকার গ্রীবার চেয়ে প্রশস্ত; মাথার উপরিভাগের আঁইশ ছোট। মসৃণ পিউল উলম্ব । নাসারন্ধ এবং চোখের মধ্যবর্তী স্থানে তাপ সংবেদী পিট থাকে । লেজ ছোট, আঁকড়ে ধরার প্রবণতা রয়েছে, প্রাপ্তবয়স্ক সাপের লেজের শীর্ষ লালচে-বাদামী; অপ্রাপ্ত বয়স্ক সাপের ধূসর-বাদামী। পুরুষ সাপের যৌনঅঙ্গ লম্বা। বেলনাকার, ফর্ক এবং কাঁটাবিহীন এবং ২৫তম বা ২৬তম নিম-পুচ্ছের আঁইশ পর্যন্ত বিস্তৃত (এই প্রজাতির স্বতন্ত্র বৈশিষ্ট)।
আঁইশের বিন্যাস: আঁইশ এবং ২১ সারিতে সাজানো থাকে (কখনো ২৩):২১:১৫ সারিতে সাজানো থাকে। অঙ্কীয় আঁইশের সংখ্যা ১৫৫-১৬৯; পায়ুর আঁইশ অবিভক্ত, নিম্নপুচ্ছের আঁইশের ১৫৫-১৬৯টি, জোড়ায় থাকে । সুপ্রাল্যাবিয়ালের সংখ্যা ৯-১১টি, প্রথমটি সূঁচারের মাধ্যমে নাসিকা থেকে পৃথক; সুপ্রাঅকুলার ১টি; টেম্পোরাল আঁইশ ছোট, কখনো সুস্পষ্ট শিরযুক্ত (Leviton et al., 2003; Whitaker and Captain, 2004)
স্বভাব ও আবাস্থল: T. popeiorun চিরসবুজ বনাঞ্চলের উঁচুতে বাস করে এবং নিচু বন-জঙ্গলে বাস করে। এরা খাদ্য হিসেবে ব্যাঙ, টিকটিকি, পাখি এবং ছোট স্তন্যপায়ী প্রাণী গ্রহণ করে। স্ত্রী সাপ এপ্রিল থেকে মে মাসে ১৫টি অপ্রাপ্ত বয়স্ক সাপ বহন করে। এই সাপের কামড়ে ব্যথা ও আক্রান্ত স্থান ফুলে যাওয়া ছাড়াও বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে ।
মন্তব্য: এই প্রজাতির সাপকে Viperidae গোত্রের প্রতিনিধিত্বকারী সাপ হিসেবে ধরা হয় এবং এদের অনেক প্রজাতি বা উপপ্রজাতি থাকতে পারে ।
তথ্যসূত্র:
১. সুপ্রিয় চাকমা (সম্পা.), বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: উভচর প্রাণী ও সরীসৃপ, খণ্ড: ২৫ (ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৯), পৃ. ১৯৩-১৯৪।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।