ভূমিকা: বিঝু ফুল (বৈজ্ঞানিক নাম: Ixora nigricans) হচ্ছে রুবিয়াসি পরিবারের আইক্সোরা গণের একটি সপুষ্পক গুল্ম। এটিকে বাংলাদেশে আলংকারিক উদ্ভিদ হিসেবে বাগানে লাগান হয়। এই গুল্মটি বাড়ির টব বা বাগানের শোভাবর্ধন করে।
বিঝু ফুল-এর বিবরণ:
বিঝু ফুল ৫ মিটার পর্যন্ত লম্বা হয়। এটি একটি বড় গুল্ম জাতীয় উদ্ভিদ। প্রজাতিটির শাখাগুলি গোলাকার থেকে সংকুচিত ও লোমহীন। এদের পাতা সরল, বিপরীত। স্টিপুলগুলি রৈখিক, ০.৯ সেমি পর্যন্ত লম্বা। পাতার ডালপালা এক থেকে দেড় সেন্টিমিটার লম্বা, লোমহীন, আড়াআড়ি অংশে প্লানোকনভেক্স, কখনও কখনও এর প্রান্ত ভাঁজ করার কারণে ক্যানালিকুলেট হয়।
পাতাগুলি দৈর্ঘ্য ৬-১৬ ও প্রস্থ ২-৬ সেমি, আকৃতিতে পরিবর্তনশীল, উপবৃত্তাকার থেকে সংকীর্ণ উপবৃত্তাকার বা সংকীর্ণ থেকে সরু-ওবোভেট, ডগা লম্বা-বিন্দুযুক্ত, গোড়া সরু থেকে সমতল, প্রান্তিক পুরু, কাগজী, লোমহীন, শুকনো হলে কালো। শিরার উপরে সমতল; গৌণ স্নায়ু ৬-১২ জোড়া। শাখার প্রান্তে সাদা ফুল জন্মে। ফল একটি বেরি ০.৭ সেমি জুড়ে, প্রায় গোলাকার, দুটি বীজ সহ।
বিস্তৃতি:
বিঝু গুল্মটি ভারতের পশ্চিমঘাটের বনাঞ্চল জুড়ে পাওয়া যায়। বাংলাদেশের পারবত্যঞ্চলসহ জঙ্গলে জন্মে।
ভেষজ ব্যবহার:
আমাশয়, ফোঁড়া এবং কান ব্যাথার চিকিৎসায় ব্যবহৃত হয়।
তথ্যসূত্র:
১. Giby Kuriakose, “Ixora nigricans”, flowersofindia.net, ভারত, ইউআরএলঃ https://www.flowersofindia.net/catalog/slides/Black%20Ixora.html
বি. দ্র: ব্যবহৃত ছবি flowersofindia.net থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Dinesh Valke
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে”, “ফুলকির জন্য অপেক্ষা”। যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ” এবং যুগ্মভাবে রচিত বই “নেত্রকোণা জেলা চরিতকোষ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।