আরও একটা দিন

দুপায়ে রাস্তার কাদা ঘুঁটে ঘুঁটে

ধ’রে ধ’রে পার হয়ে নড়বড়ে বাঁশের সাঁকোটা

   এই মাত্র চলে গেল

       আরও একটা দিন।

 

মাথার ওপরে টিন

শব্দ ক’রে

মাঝে মাঝে চমকে চমকে ওঠে।

সজনে গাছে ডাল ধরে দোল খায়

         এখনও বৃষ্টির

                 বড় বড় ফোঁটা।

 

জলায় এবার ভাল ধান হবে –

 

বলতে বলতে পুকুরে গা ধুয়ে

এ-বাড়ির বউ এল আলো হাতে

সারাটা উঠোন জুড়ে

      অন্ধকার নাচাতে নাচাতে ॥

আরো পড়ুন:  সজল করুণা ধারা

Leave a Comment

error: Content is protected !!