দিনান্তে

পশ্চিমের আকাশে রক্তগঙ্গা বইয়ে দিয়ে

যেন কোনো দুর্ধর্ষ ডাকাতের মতো

রাস্তার মানুষদের চোখ রাঙাতে রাঙাতে

                নিজের ডেরায় ফিরে গেল

 

সূর্য।

তার অনেকক্ষণ পরে

সরজমিন তদন্তে

    দিনকে রাত করতে

         যেন পুলিশের

                কালো গাড়িতে এল

 

সন্ধ্যা।

 আলোটা জ্বালতেই

         জানলা দিয়ে বাইরে

                লাফিয়ে পড়ল

 

অন্ধকার।

   পর্দাটা সরাতেই

        ভয়চকিত হরিণীর মতো

             আমাকে জড়িয়ে ধরল

 

হাওয়া ।

আরো পড়ুন:  রোদে দেব

Leave a Comment

error: Content is protected !!