যেখানে ব্যাধ

এখান থেকে একটা নেয়

ওখান থেকে দুটো

এমনি করে বাসা বানায়

কুড়িয়ে খড়কুটো

 

যখন ডাকি আয়রে পাখি

ধরা দে

হারিয়ে খেই বুকের এই

গরাদে

 

একটিবার ফিরিয়ে ঘাড়

সহসা অপ্রস্তুত

বাঁকানো ঠোটে চমকে ওঠে

চোখের জলবিদ্যুৎ

 

রয়েছে সাধ ভালবাসার

সাহস নেই কাছে আসার

কে জানে ব্যাধ পেতেছে ফাঁদ

ছড়ানো কোন্ দানায়

 

হাত বাড়াতেই হালকা ডানায়

আলগা ক’রে মুঠো

অবহেলায় উড়ে পালায়

অন্য কোথাও দ্রুত

 

এখান থেকে একটা নেয়

ওখান থেকে দুটো

এমনি করে বাসা বানায়

কুড়িয়ে খড়কুটো।।

আরো পড়ুন:  আমি আসছি

Leave a Comment

error: Content is protected !!