বিবরণ: ক্যাথারান্থুস হচ্ছে এপোসিনাসি পরিবারের একটি গণের নাম। এরা খাড়া, বহুবর্ষজীবী বীরুৎ বা উপ-গুল্ম, কখনও কখনও কিছুটা সরস, মসৃণ বা অণুরোমশ কাণ্ড ও পত্রবিশিষ্ট। পত্র প্রতিমুখ, বিডিম্বাকার বা সংকীর্ণভাবে বল্লমাকার, গ্রন্থিবিহীন, অনুপপত্রী, কক্ষে গ্রন্থিবিশিষ্ট সবৃন্তক। পুষ্পবিন্যাস কাক্ষিক সাইম, একল বা জোড়াবদ্ধ।
ক্যাথারান্থুস গণের উদ্ভিদগুলোর ফুল পুষ্প সাদা বা গোলাপি। বৃতি ৫-খন্ডিত, অভ্যন্তরে গ্রন্থিবিহীন, খন্ডসমূহ তুরপুন আকার, কম বেশী সমান, বিরলক্ষেত্রে প্রান্ত-আচ্ছাদী। দলমণ্ডল থলিকাকার, নল বেলনাকার, গলদেশ তুলনায় খবর, কুঁড়ি অবস্থায় বাম দিকে অধিক্রমনিত।
ক্যাথারান্থুস গণের উদ্ভিদগুলোর পুংকেশর ৫টি, দলমণ্ডলের স্ফীত অংশের মধ্যবর্তী স্থানে নীচ থেকে সন্নিবেশিত, পরাগধানী গর্ভমুণ্ডের সাথে যমক নয়। চক্র (ফলক) রূপান্তরিত হয়ে ২টি লম্বা, রেখিক গ্রন্থিতে পরিণত হয়েছে ও গর্ভপত্রের সাথে পর্যায়ান্বিত, গর্ভপত্র ২টি, মুক্ত। ফল ফলিক্যাল।
ক্যাথারান্থুস গণে পৃথিবীতে আছে আটটি প্রজাতি এবং বাংলাদেশে একটি প্রজাতি যা নয়নতারা নামে পরিচিত।
তথ্যসূত্র:
১. এম আতিকুর রহমান, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৬ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১৯২। আইএসবিএন 984-30000-0286-0
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Biswarup Ganguly
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।