যে দেয়ালে বুড়ি দিত এতদিন ঘুটে
ভদ্রলোকের বেটারা সেখানে জুটে
তাতে নানা রং ফলিয়ে গিয়েছে লিখে
বুড়ি জানে নাকে কারা কোন্ দল কী কে
একই দেয়ালের ভাগ ক’রে দুই পিঠে
দু-দলেই যায় দু-দলের ঢাক পিটে
ওরা বলে, মুখে ধরব দুধের বাটি
ভাই, আমাদের ওঠাও আরেক কাঠি
এরা বলে, আরে! চুপচাপ বসে থাকো
কলকৌশলে গরিবি হটাই, দেখ –
ভদ্রলোকের এক কথা খালি শুনে
মজা পড়ে গেল দিন-গুনে দিন-গুনে
বুড়ি ভাবে, হাতে নিয়ে গোবরের ঝুড়ি—
আজাদীর হল ক’বছর? দুই কুড়ি !
এক দেয়ালেই পিঠোপিঠি থেকে দুয়ে
বুড়িকে সরায়, থাকে তবু বুড়ি ছু’য়ে।।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।