গোলোকধাম

ডানাকাটা পরী বলে,

‘বুড় হ

একবার খতম হলে খেল

তারপর স্বর্গে যাবি ?

                      

দূর ই –

বলিহারি তোর এই আক্কেল !

ফের যদি দেখেছি গির্জায় !

উঁহু,

      সাধুসন্তেরও কাছে না।

গায়ে দিবি বাহারে মেরজাই,

ফুল কিনবি –

হোক ধারদেনা।

 

‘তুই চোখ বুজলে চোখ টেপে

ছাই-মাখা

গুখেকোর বেটা,

মালকড়ি দেয় সব ঝেঁপে

শুঁড়ি গনৎকার গাঁট-কাটা।

 

‘এই নরকে দ্যাখ, দিই পেতে

নতুন গোলোকধাম খেলা।

সশরীরে স্বর্গে চাস যেতে ?

আয় কাছে,

      আয় এই বেলা।’

 

বিশ্বাস ছিল না,

গেল তবু –

কী আশ্চর্য, সে বুড়ো মিস্তিরি

নরকের দ্বার খুলে,

প্রভু,

       পেল স্বর্গে পৌছুবার সিঁড়ি।।

আরো পড়ুন:  পৃথিবী এখন

Leave a Comment

error: Content is protected !!