ডানাকাটা পরী বলে,
‘বুড় হ
একবার খতম হলে খেল
তারপর স্বর্গে যাবি ?
দূর ই –
বলিহারি তোর এই আক্কেল !
ফের যদি দেখেছি গির্জায় !
উঁহু,
সাধুসন্তেরও কাছে না।
গায়ে দিবি বাহারে মেরজাই,
ফুল কিনবি –
হোক ধারদেনা।
‘তুই চোখ বুজলে চোখ টেপে
ছাই-মাখা
গুখেকোর বেটা,
মালকড়ি দেয় সব ঝেঁপে
শুঁড়ি গনৎকার গাঁট-কাটা।
‘এই নরকে দ্যাখ, দিই পেতে
নতুন গোলোকধাম খেলা।
সশরীরে স্বর্গে চাস যেতে ?
আয় কাছে,
আয় এই বেলা।’
বিশ্বাস ছিল না,
গেল তবু –
কী আশ্চর্য, সে বুড়ো মিস্তিরি
নরকের দ্বার খুলে,
প্রভু,
পেল স্বর্গে পৌছুবার সিঁড়ি।।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।