আমি আসছি

আকাশে তাকালাম
তোমার মুখ
চোখ বন্ধ করলাম
তোমার মুখ
বজ্রকে বধির করে তুমি আমায় ডাকছ।

কচি কচি কন্ঠে দিন আর রাত্রিকে টুকরো টুকরো ক’রে
কারা কাঁদছে
মৃত্যুর আতঙ্কে জীবনকে জড়িয়ে ধ’রে
কারা কাঁদছে
তাই
বজ্রকে বধির করে তুমি আমায় ডাকছ।

আমি আসছি—
দুহাতে অন্ধকার ঠেলে ঠেলে আমি আসছি।
সঙিন উদ্যত করেছ কে? সরাও।
বাধার দেয়াল তুলেছ কে? ভাঙো।
সমস্ত পৃথিবী জুড়ে আমি আনছি
দুরন্ত দুর্নিবার শান্তি।।

আরো পড়ুন:  সম্পর্ক

Leave a Comment

error: Content is protected !!