শিব নেই। ছি! ছি !
সেই দুঃখে
দক্ষযজ্ঞে
যান নি দধীচি।
বৃত্রাসুর হানা দিলে
স্বর্গচ্যুত
হলো দেবতারা –
খোদ ইন্দ্র রণে ভঙ্গ দেন।
তখন দধীচি ছাড়া
দেবগণ
অনন্য উপায় ।
দধীচি দিলেন প্রাণ।
তবে দেবতারা পায়
তাঁর অস্থি থেকে
বৃত্রনিধনের বজ্র—
যার জন্ম
একদা শান্তির গর্ভে
অথর্ব মুনির ঔরসে
এবং প্রেমের গর্বে
সারস্বত পুত্রের পিতা যিনি ।
বিনা নামে বিনা অর্থে
বিনা যশে
সে বজ্র বানিয়ে যায়
নিজের অস্থিতে
নেপথ্যে
সপ্তাহ
প্রতিদিনই ৷৷
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।