শ্রেষ্ঠীবিলাপ

দৈব কৃপণ, মেলেনাকো কৃপা, বিধাতা বাম;

প্রস্তুত চিতা; মরণ কামড়ে খুঁজি আরাম।

 

বাজাব কিস্তি মাৎ, সম্প্রতি বেনে বেচাল

আদি আড্ডায় ফিরবাে? প্রবল শত্রু কাল।

 

স্বখাত সলিলে কথিত যখন ধ্রুব নিধন—

সখা, অন্তত ডাঙায় ছড়াবাে নিষ্ঠীবন।

 

কোটালের করকমলে সঁপেছি ধর্মঘট

উদ্ধত বুট ভাগ্যে জোটায় শুধু হোঁচট।

 

চাঁদকে আমরা বেঁধেছি চাঁদির সা-রা-গা-মায়,

অবৈতনিক প্রণয় রাখি নি ত্রিসীমানায়।

 

জনজাগরণে সদলবলেই মেনেছি হার—

হে বলশেভিক, মারণমন্ত্র মুখে তােমার।

 

ইতিহাস দেশ-বিদেশে ক্ষিপ্র ধরে কৃপাণ,

বন্দরে দল গড়েছে শ্রমিক, গ্রামে কৃষাণ।

 

রোখো বিপ্লব, লাল ঝাণ্ডার কর নিপাত;

হে দীনবন্ধু, নইলে সমূহ কড়ি বেহাত।

 

বালুতে ব্যর্থ বেঁধেছি কালের অগ্রসর;

লুপ্ত কুয়াশা, বিজয়ী রৌদ্র হলে প্রখর।

 

হে প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্ব করো গ্রহণ—

তীক্ষ্ণ সঙিনে আজ ঘনিষ্ঠ অভিবাদন

আরো পড়ুন:  কানামাছির গান

Leave a Comment

error: Content is protected !!