দৈব কৃপণ, মেলেনাকো কৃপা, বিধাতা বাম;
প্রস্তুত চিতা; মরণ কামড়ে খুঁজি আরাম।
বাজাব কিস্তি মাৎ, সম্প্রতি বেনে বেচাল
আদি আড্ডায় ফিরবাে? প্রবল শত্রু কাল।
স্বখাত সলিলে কথিত যখন ধ্রুব নিধন—
সখা, অন্তত ডাঙায় ছড়াবাে নিষ্ঠীবন।
কোটালের করকমলে সঁপেছি ধর্মঘট
উদ্ধত বুট ভাগ্যে জোটায় শুধু হোঁচট।
চাঁদকে আমরা বেঁধেছি চাঁদির সা-রা-গা-মায়,
অবৈতনিক প্রণয় রাখি নি ত্রিসীমানায়।
জনজাগরণে সদলবলেই মেনেছি হার—
হে বলশেভিক, মারণমন্ত্র মুখে তােমার।
ইতিহাস দেশ-বিদেশে ক্ষিপ্র ধরে কৃপাণ,
বন্দরে দল গড়েছে শ্রমিক, গ্রামে কৃষাণ।
রোখো বিপ্লব, লাল ঝাণ্ডার কর নিপাত;
হে দীনবন্ধু, নইলে সমূহ কড়ি বেহাত।
বালুতে ব্যর্থ বেঁধেছি কালের অগ্রসর;
লুপ্ত কুয়াশা, বিজয়ী রৌদ্র হলে প্রখর।
হে প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্ব করো গ্রহণ—
তীক্ষ্ণ সঙিনে আজ ঘনিষ্ঠ অভিবাদন
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।