শুভ নববর্ষের আতশবাজির আলো
উচ্ছলিত জীবনের প্রথম রাতে
ছড়িয়ে পড়লো তোমাতে
যেন বিচ্ছুরিত অগ্নিস্রোতের নব অভ্যুদয়,
সঙ্গী ছিলো আকাঙ্ক্ষিত সুপেয় হৃদয়,
তাই ছিলো না কোনো সাদা কালো ভয়
তিনকালের অহিংসাবাদী প্রেমবাদী এ-পৃথিবীর
তোমার আমার মতো নর ও নারীর;
তবুও তো জাগতিক সংসারের গর্তে পড়ে
হুড়মুড় ভেঙে পড়ে কোনোটা বা খুব নড়ে
এ পাড়ার ও পাড়ার সুপ্রীতিদের ঘরে ঘরে
পরস্পর ভালোলাগা হৃদয়গুলোর
এককালের জমে থাকা নিষ্ঠতার দৌড়;
সে যায় তারা আসে ঘণ্টাক্রমে ভালোবাসে,
সাঁতারুরা গোসল শেষে গা মোছে পথপার্শ্বে
জীবন কাপড় ফেলে জাবনেরই উল্টোপাশে,
ছেঁড়া জীবন জোড়া দেয়, হাত বদলে পাল্টে নেয়
নিত্যদিন ঘর কিনে সাথীটিকে পাল্টে আনে
দূরের বা কাছের বাজার বা ফুটপাতের
কোলাহলময় কোনো দোকান থেকে;
জীবন আকঁবে আবার জীবনেরই ছকে।
তুমি আমি একদিন হারালাম চুপিসারে
আধমরা ব্যাঙ যেমন লুকায় শরীর
বিষাক্ত সাপের ডরে প্রেমের অভ্যন্তরে;
সকলেই ডুব দিলাম দূর্ভাবনার তোড়ে
আর তোমার বন্ধুরা এবং তাদের বান্ধবিরা
রঙধনুর রোদ কিনতে
বেরোলো আঁধার রাতে অজানার পথে
ভিনদেশি যুবকের কড়া প্রহরাতে_
সুসময় আনবে বলে হৃদয়ের মর্মখুলে;
আজ এই অসময়ে কোনখানে তারা
বলতে পারো কেউ?
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি এডওয়ার্ড মাইকেল বেনিস্টারের (১৮২৮-১৯০১) আঁকা চিত্র রোড দ্বীপের সমুদ্রতীর। শিল্পী চিত্রটি একেছিলেন ১৮৫৬ সালে।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।