প্রতীক্ষা

যে শহর আঁধারের চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে
অনেক যন্ত্রণা নিয়ে অনেক যুগ ধরে আমাদের পাশে,
তার বুকে মৃদু আলো জ্বেলে স্বশব্দে সুরবিহীন গানে
আমরা সেজেছি কুচকাওয়াজ তুলে তোমার অপেক্ষায়।

আশা বাঁধে শহরের পতিত গলি, একদিন সে কর্মব্যস্ত হবে,
তাকিয়ে আছে রাত, পথের ল্যাম্পপোস্টের আলো জ্বালিয়ে,
আজো মরচে পড়ে আছে পথের উজ্জ্বল ধূলিকণা,
অর্ধ ফুটন্ত প্রেমিক-প্রেমিকা অপেক্ষায় ঘর বাঁধবার,
চেয়ে আছে পথ শিশু বাস্তুহারা হয়ে তোমার অপেক্ষায়।

তোমার মোহিনী বাঁশির সুর একদিন এসে জাগাবে—
নিথর দেহে হারিয়ে যাওয়া নগরীর পুরনো কোলাহল,
রঙিন শিশির এসে ছুঁয়ে যাবে অর্ধ ফুটন্ত প্রেম,
শান্ত কোমল হাতগুলো প্রভা ছড়াবে রঙিন কাগজে।

৬ মে, ২০১৩
ময়মনসিংহ

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র তারকাখচিত রাত (The Starry Night)। শিল্পী চিত্রটি আঁকেন  ১৮৮৯ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ১৮ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

আরো পড়ুন:  একটি মোমের আলো ও হেমাঙ্গের গান

Leave a Comment

error: Content is protected !!