দুর্ভিক্ষ, বন্যার চক্রে যথাপূর্ব চলি।
কপর্দকহীন প্রাণধারণের থলি।
মন্ত্রদুগ্ধ পতনের দুঃস্বপ্ন দেখায়।
পাণ্ডববর্জিত দেশ যদ্যপি আমার
তবু বুঝি, কালের জাহাজ
বাণিজ্যবায়ুর হাতে শুধুমাত্র ক্রীড়নক আজ।
সরল বিশ্বাসে যাই সপ্তাহান্তে হাটে
খাদ্যের দ্বিগুণ দাম দোকানীরা হাঁকে।
রাজায় রাজায় যুদ্ধ;
ফিরি শূন্য হাতে।
গুরুগিরি বংশগত পেশা—
নতুন শিষ্যের টিকি মেলেনাকো, পুরাতন চেলা
শতহস্ত দূরে রাখে। আফিমের নেশা
পিণ্ড পায় নাকো আজ।
কুলীন ব্রাহ্মণ আমি ; ওস্তাদ ঘটক—
পশ্চিম দিগন্তে ধরি অষ্টমীর পাণি।
সম্বরণ করাে আজ, হে ঈশ্বর, করুণা তােমার।
ভিড়গ্রস্ত তরণীতে ভারগ্রস্ত আমি
সংসারসমুদ্রে হালে পাইনাকো পানি।
তাই এই কৃষ্ণপক্ষে উপবাসী প্রার্থনা জানাই,
আমাকে সৈনিক করো তােমাদের কুরুক্ষেত্রে, ভাই।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।