প্রিয় কমরেডগণ,*
মহান নভেম্বর সমাজতান্ত্রিক বিপ্লবের ৪০তম বার্ষিকী উপলক্ষে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস, জনগণতান্ত্রিক চীনের কেন্দ্রীয় কাউন্সিল, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি, পার্টি সদস্য ও দেশের সমস্ত মানুষের প্রতিনিধি হিসেবে আমি এবং চীনের প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা মহান সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি, সরকার, এদেশের মানুষ এবং এখানে উপস্থিত সমস্ত কমরেড ও বন্ধুদের উষ্ণ ভ্রাতৃত্বমূলক অভিনন্দন জানাবার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি (উৎসাহব্যঞ্জক করতালি)৷
আমাদের বিপ্লবী শিক্ষক লেনিন বার বার উল্লেখ করেছেন, ৪০ বছর আগে সোভিয়েতের জনগণ যে মহান বিপ্লব সংঘটিত করেছিলেন, তা বিশ্ব ইতিহাসে নতুন যুগের সূচনা করেছিলো৷
ইতিহাসে বহু ধরনের বিপ্লব ঘটেছে, কিন্তু এর কোনোটিই নভেম্বর সমাজতান্ত্রিক বিপ্লবের সঙ্গে তুলনীয় নয়৷
বিশ্বের সমস্ত প্রগতিশীল ও খেটে–খাওয়া মানুষ হাজার হাজার বছর ধরে এমন এক সমাজ গড়ে তোলার স্বপ্ন দেখেছেন যেখানে মানুষের উপর মানুষের শোষণ থাকবে না৷ নভেম্বর বিপ্লবের মাধ্যমে প্রথম বার পৃথিবীর ছয়ভাগের একভাগ ভূখণ্ডে সেই স্বপ্ন সফল হয়েছে৷ এই বিপ্লব প্রমাণ করেছে, জমিদার ও পুঁজিপতিদের বাদ দিয়েই সাধারণ মানুষ পরিকল্পিত উপায়ে স্বাধীন ও সুখী এক নতুন জীবন গড়ে তুলতে পারেন৷ এই বিপ্লব এ–ও প্রমাণ করেছে যে, সাম্রাজ্যবাদী নিপীড়ন না থাকলেই বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলি মিলেমিশে বন্ধুর মতো এক সাথে বসবাস করতে পারে৷
গত ৪০ বছর সোভিয়েতের জনগণ দুর্গম পথ অতিক্রম করেছেন৷ বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশটিকে ধ্বংস করার জন্য সাম্রাজ্যবাদীরা সমস্ত রকমের অপচেষ্টা চালিয়েছে৷ সোভিয়েত ইউনিয়নের শত্রুদের একসময় সোভিয়েত ইউনিয়নের তুলনায় বেশি শক্তিশালী বলে মনে হয়েছিল এবং তারা সোভিয়েত ইউনিয়নের উপর দু–দু’বার সশস্ত্র আক্রমণও চালায়৷ কিন্তু সাহসী সোভিয়েত জনগণ তাঁদের মহান কমিউনিস্ট পার্টির নেতৃত্বে হামলাকারীদের সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছেন৷ (করতালি)৷
সোভিয়েত ইউনিয়ন অপরাজেয় থেকেছে কারণ, এই দেশ পুঁজিবাদী ব্যবস্থাকে হটিয়ে প্রতিষ্ঠা করেছে সমাজতান্ত্রিক ব্যবস্থা এবং শোষক শ্রেণির একনায়কত্বকে ক্ষমতাচ্যুত করে প্রতিষ্ঠা করেছে সর্বহারা শ্রেণির একনায়কত্বকে৷ এই দেশে সামাজিক উৎপাদিকা শক্তির উন্নয়ন হয়েছে এমন তীব্র গতিতে, যার ধারে কাছে পৌঁছতে পারেনি পুঁজিবাদী দেশগুলি৷ এই দেশ প্রকৃত অর্থে সর্বহারা আন্তর্জাতিকতাবাদের চর্চা করে, জাতীয় নিপীড়নের প্রকৃত বিরুদ্ধতা করে এবং নিপীড়িত দেশগুলিকে মুক্ত হতে সাহায্য করে৷ এমন একটি দেশকে সমস্ত দেশবাসী ও বিশ্বের সকল দেশের জনসাধারণ উৎসাহভরে সমর্থন করে৷ সোভিয়েত ইউনিয়নের প্রতি এই দু’ধরনের সমর্থন এমন উচ্চ পর্যায়ে রয়েছে, রাষ্ট্রগুলির ইতিহাসে যার তুলনা নেই৷
গত ৪০ বছরে সোভিয়েত ইউনিয়নের চেহারা সম্পূর্ণ বদলে গেছে৷ বিপ্লবের আগে অর্থনীতি ও প্রযুক্তিগত দিক দিয়ে রাশিয়া ছিলো একটি পিছিয়ে পড়া দেশ৷ বর্তমানে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম সারির শিল্পোন্নত দেশগুলির মধ্যে অন্যতম৷ সোভিয়েতের জনগণের জীবনযাত্রার মান ক্রমাগত উন্নত হয়ে চলেছে৷ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থাগুলির উন্নয়নের মাপকাঠিতে সোভিয়েত ইউনিয়ন পুঁজিবাদী দেশগুলিকে অনেক পিছনে ফেলেছে৷ বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিকেন্দ্র স্থাপন করেছে সোভিয়েত ইউনিয়ন৷ এই দেশই দুনিয়ার মধ্যে প্রথম তৈরি করেছে যাত্রীবাহী জেট প্লেন, আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক রকেট এবং উৎক্ষেপণ করেছে মনুষ্যনির্মিত প্রথম ও দ্বিতীয় পৃথিবী প্রদক্ষিণকারী কৃত্রিম উপগ্রহ৷ দু’বার মানুষের তৈরি করা পৃথিবী প্রদক্ষিণকারী কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে সোভিয়েত ইউনিয়নের সাফল্যকে গোটা বিশ্বই এই বলে স্বীকৃতি দিয়েছে যে, এর দ্বারা প্রকৃতির উপর মানুষের বিজয়ের এক নতুন যুগের সূচনা হল৷ শুধু সোভিয়েত জনগণই নয়, গোটা বিশ্বের সর্বহারা শ্রেণি ও সমগ্র মানবজাতি এর জন্য গর্ব অনুভব করে (করতালি)৷ কেবল অল্প কিছু প্রতিক্রিয়াশীলই এ সবে অখুশি৷
বাস্তব কর্তব্য সমাধা করার ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি যে সৃজনশীলতার সঙ্গে মার্কসবাদ–লেনিনবাদ প্রয়োগ করেছে, তা সোভিয়েত জনগণের নির্মাণ কার্যে অটুট সাফল্য নিশ্চিত করেছে৷ সোভিয়েত ইউনিয়নে সাম্যবাদ নির্মাণের জন্য লড়াইয়ের কার্যক্রম সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির বিশতম কংগ্রেস দ্বারা এগিয়ে নেয়াটা একটি ভালো উদাহরণ। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি কর্তৃক ব্যক্তিপূজা অতিক্রম করা, কৃষির উন্নয়ন, শিল্প উন্নয়ন ও পুনর্বিন্যাসের বিষয়ে পুনর্গঠন, ইউনিয়ন প্রজাতন্ত্র ও স্থানীয় সংস্থার ক্ষমতা বিস্তৃত করা, পার্টি-বিরোধী গ্রুপের বিরোধিতা, সোভিয়েত ইউনিয়নে পার্টি-বিরোধী দলকে ঐক্যবদ্ধ করা, পার্টির মধ্যে একতা দৃঢ়ীকরণ এবং সোভিয়েত সেনাবাহিনী এবং নৌবাহিনীর মধ্যে পার্টি এবং রাজনৈতিক কাজের উন্নতি, ইত্যাদি প্রশ্নে গৃহীত সঠিক পদক্ষেপগুলো সোভিয়েত ইউনিয়নের সকল সংস্থার একত্রীকরণ ও উন্নয়নকে নিঃসন্দেহে আরও এগিয়ে নিয়ে যাবে।
বিশ্বজুড়ে জনগণ তাদের নিজেদের ভবিষ্যৎ আরও সুস্পষ্টরূপে দেখতে শুরু করেছে সোভিয়েত জনগণের সাফল্যকে ঘিরে৷ বস্তুতপক্ষে, সোভিয়েত ইউনিয়নের পথ, নভেম্বর বিপ্লবের পথ হলো সমগ্র মানবজাতির অগ্রগতির আলোকোজ্জ্বল সাধারণ পথ (করতালি)৷ বিশ্বের জনগণ নভেম্বর বিপ্লবের ৪০তম বার্ষিকী উষ্ণ আন্তরিকতায় উদযাপন করছে, কারণ গত ৪০ বছরের ইতিহাস তাদের মধ্যে এই প্রত্যয় এনে দিয়েছে যে, সর্বহারা শ্রেণি বুর্জোয়া শ্রেণিকে নিশ্চিতরূপে পরাজিত করতে সক্ষম, সমাজতন্ত্র নিশ্চিতভাবে পুঁজিবাদকে খতম করতে সক্ষম এবং নিপীড়িত জাতি সাম্রাজ্যবাদীদের পরাস্ত করতে সক্ষম৷ অবশ্য নানা প্রতিবন্ধকতা, নানা বাঁক ও মোড়ের সামনে পড়তে হবে জনগণকে৷ ৩০ বছর আগে লেনিন যথার্থই বলেছিলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো বরফ গলে গেছে৷ পথ আজ উন্মুক্ত এবং আলোকোজ্জ্বল’৷ (তীব্র হর্ষধ্বনি)
চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে জনগণতান্ত্রিক বিপ্লব নভেম্বর বিপ্লবের আলোকে উদ্ভাসিত সর্বহারা শ্রেণির বিশ্ব সমাজতান্ত্রিক বিপ্লবের অংশ৷ চীনের বিপ্লবের কতকগুলি নিজস্ব জাতীয় বৈশিষ্ট্য রয়েছে এবং সেগুলি বিবেচনার মধ্যে রাখতে হবে৷ কিন্তু আমাদের বিপ্লব এবং সমাজতান্ত্রিক নির্মাণকার্যে আমরা সোভিয়েত কমিউনিস্ট পার্টি এবং জনগণের সমৃদ্ধ অভিজ্ঞতাকে পুরোমাত্রায় কাজে লাগিয়েছি৷ চীনের জনগণের সৌভাগ্য যে, তাদের সামনে রয়েছে সোভিয়েত ইউনিয়নের নভেম্বর বিপ্লবের অভিজ্ঞতা ও সমাজতান্ত্রিক নির্মাণকার্যের অভিজ্ঞতা, যার ফলে ভুল হয়েছে কম, বহু ভ্রান্তি এড়ানো গেছে, সুনির্দিষ্ট লক্ষ্যে এগোনো গেছে সহজে, সাবলীলভাবে, যদিও এখনও বহু বাধা মোকাবিলা করতে হচ্ছে৷
এটা স্পষ্ট যে, নভেম্বর বিপ্লবের পর কোনও দেশের সর্বহারা বিপ্লবী যদি রাশিয়ার বিপ্লব সম্পর্কে উপেক্ষার মনোভাব নেন অথবা এই বিপ্লবের অভিজ্ঞতা, সর্বহারা একনায়কত্ব এবং সমাজতান্ত্রিক নির্মাণ সম্পর্কে খুঁটিয়ে চর্চা না করেন, এই বিপ্লবের অভিজ্ঞতা নিজ নিজ দেশের সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের বিশ্লেষণ করে সৃজনশীল ভাবে প্রয়োগ করতে ব্যর্থ হন, তাহলে তিনি লেনিনবাদ যা মার্কসবাদের সমৃদ্ধির নয়া স্তরকে বোঝায়, তা উপলব্ধি করতে ব্যর্থ হবেন এবং বিপ্লব ও নিজ দেশের নির্মাণ কার্যের সমস্যা সমাধান করতে পারবেন না৷ হয় তিনি সূত্রবাদিতার ভ্রান্তিতে পড়বেন অথবা সংশোধনবাদে৷ উভয় বিচ্যুতির বিরুদ্ধেই আমাদের একসঙ্গে লড়তে হবে৷ কিন্তু এখন সংশোধনবাদের বিরুদ্ধে সংগ্রামটাই বিশেষভাবে জরুরি৷
নভেম্বর বিপ্লবের পর এটা আজ স্পষ্ট যে, কোনও দেশের সরকার যদি সোভিয়েত ইউনিয়নের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে অস্বীকার করেন, তাহলে সেই সরকার নিজ নিজ দেশের জনস্বার্থের মারাত্মক ক্ষতি করবেন৷ (দীর্ঘক্ষণ ধরে করতালি)৷
বিশ্বে এখন ইউরোপ ও এশিয়ার একের পর এক দেশ, যাদের জনসংখ্যা ৯০ কোটিরও বেশি, সমাজতান্ত্রিক বিপ্লবের পথ সফলতার সাথে গ্রহণ করেছে এবং শক্তিশালী বিশ্ব সমাজতান্ত্রিক শিবির গঠন করেছে৷ কিছুদিন হলো পুঁজিবাদ তার শ্রেষ্ঠত্ব হারিয়েছে, সমাজতন্ত্র অজেয় শক্তিতে পরিণত হয়েছে৷
পুঁজিবাদ উচ্ছেদ করে শেষ পর্যন্ত সমাজতান্ত্রিক ব্যবস্থাই কায়েম হবে৷ এটা বাস্তব নিয়ম যা মানুষের ইচ্ছার উপর নির্ভর করে না৷ প্রতিক্রিয়াশীলরা ইতিহাসের অগ্রগতির চাকা রোধ করার যত চেষ্টাই করুক না কেন, দ্রুত বা বিলম্বে হলেও বিপ্লব হবে এবং নিশ্চিত রূপে জয়ী হবে৷ (দীর্ঘক্ষণ হাততালি)৷ ‘পাথর সরাতে গিয়ে নিজের পা ভেঙে ফেলা’ একটি চীনা প্রবাদ৷ মূর্খের কাজ বোঝাতে কথাটি ব্যবহূত হয়৷ প্রত্যেক দেশের প্রতিক্রিয়াশীলরা এমনই মূর্খ৷ বিপ্লবীদের নির্যাতন করে খতম করে দেওয়ার তাদের মনোবাসনা ব্যর্থ হবে বিপ্লবের বৃহত্তর এবং কঠোরতর কর্মকাণ্ডে জনতার জাগরণের ফলে৷ রুশ জারের নির্যাতন বা চিয়াং কাই–শেকের নির্যাতন কি রুশ বিপ্লব বা চীন বিপ্লবকে উদ্দীপিত করেনি?
একইভাবে সাম্রাজ্যবাদীরা নিজ দেশে, উপনিবেশ ও আধা উপনিবেশগুলিতে জনগণের উপর নির্যাতন করে যুদ্ধই ডেকে এনেছে৷ যুদ্ধ থেকে কী তারা আশা করতে পারে? বিগত অর্ধশতকে আমাদের দু’টি বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা হয়েছে৷ প্রথম বিশ্বযুদ্ধের পরে মহান নভেম্বর সমাজতান্ত্রিক বিপ্লব হলো রাশিয়ায়৷ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব ইউরোপ এবং প্রাচ্যে আরও অনেকগুলি বিপ্লব ঘটল৷ সাম্রাজ্যবাদী যুদ্ধবাজরা যদি একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে বদ্ধপরিকর হয়, তাতে একমাত্র একটি ফলই ফলবে– বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার অবসান হবে৷ (প্রবল হর্ষধ্বনি)৷
সমাজতান্ত্রিক দেশগুলির সরকার ও জনগণ এক নতুন শান্তিপূর্ণ জীবনের স্রষ্টা৷ আমরা কোনো অবস্থাতেই যুদ্ধ চাই না এবং একটা নতুন বিশ্বযুদ্ধের আমরা ঘোরতর বিরোধী৷ সোভিয়েত ইউনিয়ন, চীন এবং অন্যান্য সমাজতান্ত্রিক দেশ নিরবচ্ছিন্নভাবে আন্তর্জাতিক উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ নিরস্ত্রীকরণ, গণবিধ্বংসী মারণাস্ত্রের উৎপাদন, ব্যবহার ও পরীক্ষা বন্ধ করার জন্য সোভিয়েত ইউনিয়ন যে বারবার প্রস্তাব দিচ্ছে তা সমাজতান্ত্রিক দেশগুলির সাধারণ অবস্থানকেই তুলে ধরছে৷ এই প্রস্তাব একই সাথে বিশ্বের সমস্ত জনগণের স্বার্থের অনুকূল৷ সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী দেশগুলির শান্তিপূর্ণ প্রতিযোগিতার আমরা দৃঢ় সমর্থক৷ প্রত্যেকটি দেশের অভ্যন্তরীণ বিষয়গুলির সমাধান সেই দেশের জনগণের ইচ্ছা অনুসারে এবং তাদের দ্বারাই হওয়া উচিত, এই আমাদের দৃঢ় অভিমত৷ আমরা দৃঢ়ভাবে মনে করি সমস্ত দেশেরই একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকা, অনাক্রমণ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সমতা, পারস্পরিক কল্যাণ ও শান্তিপূর্ণ সহাবস্থান– সর্বজনবিদিত এই পাঁচটি নীতিমেনে চলা উচিত৷
মার্কিন সাম্রাজ্যবাদীরা গোঁয়ারের মতো সমাজতান্ত্রিক দেশ সহ অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করছে৷ যেমন, তাইওয়ানের মুক্তির নামে চীনের উপর তারা হস্তক্ষেপ করছে৷ হাঙ্গেরিতে প্রতিবিপ্লবী দাঙ্গায় তারা মদত দিয়েছে৷ বিশেষত আমেরিকা এবং সমাজতান্ত্রিক শিবিরের মধ্যবর্তী এলাকার দেশগুলিতে হস্তক্ষেপের জন্য ওরা একেবারে মরিয়া হয়ে উঠেছে৷ তুরস্ক অথবা ইজরায়েলের মাধ্যমে স্বাধীন সিরিয়াকে দখল করার জন্য মার্কিনীরা এখনও ছক কষছে৷ মিশরের উপনিবেশ বিরোধী সরকারকে উচ্ছেদ করার জন্য ওরা চক্রান্ত করে চলেছে৷ উন্মত্ত আগ্রাসী মার্কিন নীতি মধ্যপ্রাচ্যে শুধু সংকটের জন্ম দিচ্ছে না, নতুন একটা বিশ্বযুদ্ধের বিপদ ডেকে আনছে৷ শান্তি ও স্বাধীনতাকে ভালবাসেন– সারা বিশ্বের এমন সমস্ত মানুষ সিরিয়ার পাশে দাঁড়ান এবং মার্কিন ও তুর্কি আগ্রাসনকারীদের বিরোধিতা করুন৷ যেমন করে তাঁরা ব্রিটিশ, ফরাসি এবং ইজরায়েলি আগ্রাসনের বিরোধিতায় গত অক্টোবরে মিশরের পাশে দাঁড়িয়েছিলেন৷ সোভিয়েত সরকার অবিলম্বে আগ্রাসী পরিকল্পনা প্রত্যাহার করার জন্য আমেরিকা ও তুরস্কে হুঁশিয়ারি দিয়েছে৷ চীন সরকার এবং জনগণ সিরিয়ার আত্মরক্ষার লড়াইকে দৃঢ়ভাবে সমর্থন জানাচ্ছে এবং সোভিয়েতের সঠিক অবস্থানকেও সমর্থন করছে৷ (দীর্ঘক্ষণ করতালি)৷
সাম্রাজ্যবাদী নেকড়েদের মনে রাখা দরকার, তারা যেভাবে আগে মানবজাতির ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারত এবং তাদের মর্জিমাফিক এশিয়া আফ্রিকার দেশগুলিকে কাটাছেঁড়া করতে পারত, তাদের সে দিন চিরতরে বিদায় নিয়েছে৷
চীনের জনগণের মুক্তিসংগ্রামকে হেয় করার জন্য মার্কিন সাম্রাজ্যবাদীরা আগেও চেষ্টা করেছে এবং এখনও করে চলেছে৷ কিন্তু শেষ পর্যন্ত চীনের ষাট কোটি জনগণের সমাজতন্ত্রের পথ অবলম্বন করার সাহসী লড়াইকে তারা রুখতে পারেনি৷ (করতালি)৷ মাত্র আট বছরের স্বল্প সময়ে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক কাজে চীন যে অগ্রগতি অর্জন করেছে তা বিগত একশো বছরেও অর্জন করা সম্ভব হয়নি৷ চীনে হাতে গোনা কিছু বুর্জোয়া দক্ষিণপন্থী সমাজতন্ত্রের পথে চলার বিরোধিতা করছে৷ তারা জাতীয় জীবনে কমিউনিস্ট পার্টির নেতৃত্বকারী ভূমিকারও বিরোধী৷ চীন, সোভিয়েত এবং অন্যান্য সমাজতান্ত্রিক দেশের নিবিড় যোগাযোগেরও তারা বিরোধী৷ সমগ্র চীন জুড়ে জনগণের পাল্টা আঘাতে তাদের নিষ্ফল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে৷ (হর্ষধ্বনি)৷
কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনের জনগণ সমাজতন্ত্রকে চীনের মাটিতে আরও উন্নত ও দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠা করার জন্য ত্রুটিমুক্ত হওয়ার এক বীরত্বপূর্ণ সংগ্রাম চালাচ্ছে৷ চীনের জনগণের মধ্যে যে দ্বন্দ্বগুলি বাস্তবে বিদ্যমান তার সঠিক সমাধান এবং যেগুলির সমাধান এখনই করতে হবে, সেই লক্ষ্যে পরিচালিত হচ্ছে এই সংগ্রাম৷ দেশব্যাপী বিতর্কের মাধ্যমে তা চলছে৷ এই বিতর্ক একই সঙ্গে নিয়ন্ত্রিত, আবার মুক্ত–ও৷ সমাজতান্ত্রিক পথ না পুঁজিবাদী পথ, রাষ্ট্রব্যবস্থা এবং তার প্রধান নীতিসমূহ, কমিউনিস্ট পার্টি ও সরকারি পদাধিকারীদের কাজের ধরন, জনগণের কল্যাণ– এই সমস্ত বিষয়ে শহরে ও গ্রামে তথ্য–যুক্তি দিয়ে বিতর্ক চালানো হচ্ছে৷ আত্মশিক্ষা এবং নিজেকে নতুন করে গড়ার জন্য জনগণের মধ্যে এই সমাজতান্ত্রিক সংগ্রাম চলছে৷ ইতিমধ্যেই এই কাজে বিরাট সাফল্য লক্ষ করা যাচ্ছে৷ যেখানেই এই সংগ্রাম চলছে সেখানেই জনগণের সমাজতান্ত্রিক চেতনা দ্রুত উন্নত হচ্ছে, মিথ্যা ধারণা কাটছে, কাজের খামতি দূর হচ্ছে, জনগণের সমস্ত স্তরের মধ্যে ঐক্য দৃঢ়তর হচ্ছে, শ্রমের শৃঙ্খলা ও উৎপাদনশীলতা বাড়ছে৷ (করতালি)৷ এখন আমরা এই আত্মশিক্ষার সংগ্রামকে আমাদের ৬০ কোটি মানুষের মধ্যে ধাপে ধাপে এবং প্রতিটি স্তর থেকে স্তরে চালিয়ে নিয়ে যাচ্ছি৷ আশা করা যায় আর কয়েক মাসের মধ্যেই দেশব্যাপী ব্যাপক সাফল্য অর্জিত হবে৷ ভবিষ্যতে আমরা চাই প্রতিবছর অথবা এক বছর অন্তর ত্রুটি মুক্ত করার এই সংগ্রাম চালাতে৷ উত্তরণের পথে চলার ক্ষেত্রে আমাদের দেশে বিভিন্ন সামাজিক দ্বন্দ্বগুলির সমাধানের এটাই অন্যতম প্রধান পথ৷ যদিও এর জন্য প্রয়োজনীয় সময় অনেকটাই কমানো যেতে পারে৷ এই পদ্ধতি অনুসরণ করতে শুরু করার প্রধান ভিত্তিটি হলো জনগণের অধিকাংশই শেষ পর্যন্ত আমাদের পক্ষে আছে এবং তারা আমাদের যুক্তি শুনবে–এই নিশ্চিত প্রত্যয়৷
বহু বছরের বিপ্লবী কার্যক্রমের মধ্য দিয়ে জনগণের সাথে নিবিড় সংযোগের লেনিনীয় নীতির ভিত্তিতে জনগণের উদ্যোগকে মূল্য দিয়ে, সমালোচনা, আত্মসমালোচনার মাধ্যমে ত্রুটিমুক্ত হওয়ার সংগ্রামের পথটিকে তৈরি করতে পেরেছি আমরা৷ এই পদ্ধতির সঠিকতা আবার প্রমাণিত হলো বর্তমান সমাজতান্ত্রিক আত্মশিক্ষার আন্দোলনের মধ্য দিয়ে৷
সমাজতন্ত্রের গঠনে নানা ক্ষেত্রে চীন ভ্রাতৃত্বমূলক সাহায্য পেয়েছে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে৷ নভেম্বর সমাজতান্ত্রিক বিপ্লবের ৪০তম বার্ষিকী পালন করার সময় চীনকে এই বন্ধুত্বপূর্ণ সাহায্য দেওয়ার জন্য আমরা সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি, সরকার এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানোর অনুমতি প্রার্থনা করছি৷ (দীর্ঘক্ষণ করতালি)৷ গঠিত হওয়ার ঠিক পরেই গণপ্রজাতন্ত্রী চীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বন্ধুত্ব, জোটবদ্ধতা ও পারস্পরিক সহায়তার চুক্তি সম্পাদন করেছে৷ দু’টি মহান সমাজতান্ত্রিক দেশের এক মহান চুক্তি৷ সোভিয়েত ইউনিয়ন এবং সমগ্র সমাজতান্ত্রিক শিবিরের সঙ্গে একই ভবিষ্যৎ এবং জীবনস্রোতের আমরা শরিক৷ সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমস্ত সমাজতান্ত্রিক দেশের ঐক্য ও সংহতিকে সুদৃঢ় করাকে আমরা পবিত্র আন্তর্জাতিক দায়িত্ব হিসাবে সম্মান করি৷ (হর্ষধ্বনি)৷
সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক দেশগুলির বন্ধুত্ব ও ঐক্য ভাঙার মতলবে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী শক্তি আমাদের মধ্যে বিবাদের বীজ বুনতে সম্ভাব্য সমস্ত রকম উপায় গ্রহণ করেছে৷ কিন্তু বাস্তব অবস্থা নিশ্চিত ভাবে সাম্রাজ্যবাদীদের আশাহত করবে৷ সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলি এখন আগের চেয়েও বেশি ঘনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ৷ সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যেকার সম্পর্কের ভিত্তি হলো সমস্বার্থবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থা, পারস্পরিক সহযোগিতা এবং অনুপ্রেরণা৷ ইতিহাসের সূচনা পর্ব থেকে কখনওই দেশে দেশে এমন সম্পর্ক গড়ে ওঠা সম্ভব হয়নি৷ এর কারণ, সমাজতান্ত্রিক দেশ হলো এমন এক নতুন ধরনের দেশ যেখানে শোষক শ্রেণিগুলিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং শ্রমিক শ্রেণিকে ক্ষমতায় বসানো হয়েছে৷ এই দেশগুলির মধ্যেকার সম্পর্কে ঐক্য বজায় রাখতে স্বদেশপ্রেমের সঙ্গে আন্তর্জাতিকতাবাদের নীতি অনুসরণ করা হয়৷ আমরা সাধারণ স্বার্থ ও আদর্শের বন্ধনে ঘনিষ্ঠভাবে বাঁধা৷ শ্রমজীবী মানুষের আন্তর্জাতিক সমিতির উদ্বোধনী ভাষণে মার্কস বলেছিলেন: “অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে, ভ্রাতৃত্বের যে বন্ধন বিভিন্ন দেশের শ্রমিকদের মধ্যে থাকা উচিত ও তাদের মুক্তি সংগ্রামে পরস্পরের জন্য একযোগে দৃঢ়ভাবে দাঁড়াতে অনুপ্রাণিত করা উচিত সেই ভ্রাতৃত্ব বন্ধনের প্রতি অবহেলা তাদের বিচ্ছিন্ন প্রচেষ্টাগুলিকে কী রকম সাধারণ ব্যর্থতায় পর্যবসিত করে ফেলে।” মার্কসের নব্বই বছরেরও বেশি আগেে এই শিক্ষা আমাদের জন্য কখনো পুরনো হবে না। (হর্ষধ্বনি)
প্রিয় কমরেডগণ,
নভেম্বর বিপ্লবের ৪০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে সোভিয়েত ইউনিয়নের সুপ্রিম সোভিয়েত আহূত এই বিশাল সমাবেশে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিক শ্রেণি ও সাধারণ মানুষের প্রতিনিধিদের উপস্থিতি থেকেই বিশ্ব জনশক্তির মহান ঐক্য স্পষ্ট হয়ে উঠেছে, যা আন্তর্জাতিক সমাজতান্ত্রিক আন্দোলনের বিকাশমানতার প্রতীক৷ আসুন, আরও অনেক নতুন ও মহান বিজয় অর্জন করার লক্ষ্যে সমাজতান্ত্রিক দেশগুলি, বিশ্বের শ্রমিক শ্রেণি এবং নিপীড়িত জাতিগুলির ঐক্য শক্তিশালী করতে আমাদের প্রচেষ্টা জারি রাখি৷
মহান নভেম্বর সমাজতান্ত্রিক বিপ্লব দীর্ঘজীবী হোক!
সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক দেশগুলির সংহতি ও বন্ধুত্ব দীর্ঘজীবী হোক!
মার্কসবাদী–লেনিনবাদী আন্তর্জাতিকতাবাদের মহান পতাকা দীর্ঘজীবী হোক!
দুনিয়ার শ্রমিক ও শান্তিপ্রিয় জনগণ, এক হোন!
* নভেম্বর সমাজতান্ত্রিক বিপ্লবের ৪০তম বার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়ার সুপ্রিম সোভিয়েত আহূত সমাবেশে ১৯৫৭ সালের ৬ নভেম্বর মহান নেতা মাও সে–তুঙের ভাষণ৷ এটি ওই বছরই ‘পিপলস চায়না’ পত্রিকার ১ ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত হয়৷
মাও সেতুং বা মাও সে তুং বা মাও জেদং (ইংরেজি: Mao Tse-Tung; ২৬ ডিসেম্বর ১৮৯৩ – ৯ সেপ্টেম্বর ১৯৭৬ খ্রি.) মার্কসবাদী বিপ্লবী তাত্ত্বিক, সাম্যবাদী রাজনৈতিক নেতা, চীনের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং চীন ভূখন্ডের প্রায় শতাব্দীকালের সামাজিক রাজনীতিক মুক্তি ও বিপ্লবের নায়ক। জাপানি দখলদার শক্তি এবং বিদেশী সাম্রাজ্যবাদের তাঁবেদার কুওমিনটাং নেতা চিয়াং কাইশেকের সামরিক বাহিনীর বিরুদ্ধে জাতীয় স্বাধীনতা এবং সামাজিক বিপ্লবের জন্য চীনের অগণিত এবং অনুন্নত কৃষকদের সংঘবদ্ধ করার কৌশলী হিসেবে মাও সেতুং এক সময় সমগ্র পৃথিবীতে সংগ্রামী মানুষের অনুপ্রেরণাদায়ক উপকথায় পরিণত হয়েছিলেন। তিনি অনেক জটিল কথাকে জনগণের সামনে অত্যন্ত সহজভাবে উপস্থাপন করতেন। জনগণের সেবায় মানবেতিহাসের সমস্ত জ্ঞানকে তিনি কাজে লাগিয়েছিলেন।