আমার ঘরে ছোট্ট টেবিল,বসার জন্য একটি টুল,
কয়েক দিস্তা সাদা কাগজ, পাশে ছড়ানো কিছু কলম,
তোমাকে দেবার মতো কিছুই নেই কবিতা ছাড়া;
ঘরে আমার সঙ্গী আছে, একটু ডাকেই ঠিক সাড়া দেয়,
বহুবার তারা মনে করিয়ে দেয় তোমার কথা,
আমার উঠোন জুড়ে স্নিগ্ধতায় ভরা ফুটেছে গুচ্ছ দোলনচাঁপা,
তোমাকে দেওয়ার জন্য তাদের হাসিই রেখেছি এই বর্ষায়,
তুমি আসবে বলে ঘুলঘুলিতে জোড়া চুড়ই রেখেছি বিনা ভাড়ায়,
তাদের এখন ছানা আছে আমার নির্জন ঘরের সুর হয়ে।
২২ সেপ্টেম্বর, ২০১৪
ময়মনসিংহ
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র ভ্যান গগের শোবার ঘর (Vincent’s Bedroom in Arles)। শিল্পী চিত্রটি আঁকেন সেপ্টেম্বর ১৮৮৯ সালে।
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ৪৪ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।