ডাঙ্গিপাড়া

তিরিশ বছর পরে আবার দেখা হলো তোমার সাথে
ডাঙ্গিপাড়ার পথে,ঠিক আগের মতোই আছো
যেমন দেখেছিলাম ধানক্ষেতের মাঝে ছন্দে তোলা ঢেউ।
তোমার বুকে লুটিয়ে পড়তো সময়ের হাজারো আদর
আমিও পড়েছিলাম সবার মতো কণা হয়ে তোমার কোলে,
যত্ন নিয়েছো আমায় ঘাসের উপর শিশির বিন্দুর মতো।

তুমি লিখেছো অনেক কাহিনী যা কখনো আকার পায় নি,
যে এসেছিলো একবার তোমার কাছে, তাকেও তুমি ঠাঁই দিয়েছ,
ভালোবেসে ধূলি জড়িয়েছ সাধারণ সব নিশিথ রাতে।
সবার মতো আমিও ছেড়েছি পুরনো প্রেমের আলিঙ্গন,
এখন তোমার বুকে বাহন চলে, নকশা কাটে গভীরভাবে
কাহিনী লেখো চলে যাওয়ার, পুঁজি আনে যে চাকা চালিয়ে।
একটা জিনিস আছে সেই আগের মতোই
যেমন দেখেছিলাম ধানক্ষেতের মাঝে ছন্দে তোলা ঢেউ
এখনো আছো তুমি আমার চিরচেনা ডাঙ্গিপাড়ার পথ।

২৯ জুলাই, ২০১৭
হুগলীপাড়া, পার্বতীপুর

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র ‘Wheat Fields at Auvers with rain clouds‘। শিল্পী চিত্রটি আঁকেন জুলাই ১৮৯০ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ৬৩ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

2 thoughts on “ডাঙ্গিপাড়া”

  1. যে পেইন্টিংগুলি ব্যবহার করা হয়, সেগুলোর পেইন্টারদের নাম এবং বর্ণনা দিলে খুব উপকার হয়।

    Reply
    • প্রতিটি কবিতায় যে চিত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো চিত্রশিল্পী ভিনসেণ্ট ভ্যান গগের আঁকা।

      Reply

Leave a Comment

error: Content is protected !!