কথা ছিলো

কথা ছিলো এবার ফসল যদি গোলায় আসে
আরেকটি হেমন্ত আসবে জীবন বুকে নিয়ে,
কথা ছিলো এবার নতুন খড়ের ছাউনি দিলে
আমরা আবার বাঁচব নতুন ঘরে,
কথা ছিলো শীতল ছোঁয়া গাছে লাগালে
আমরা আরো একটি রেণু মাখা বসন্ত পাবো,
কথা ছিলো এ-রাত জাগলে, ভোর আসবে কাল।

জলরঙ এঁকে যায় রোদ-ছায়ায় মাখামাখি,
মৃদু হাওয়ায় দোলে ধূসর মেঘের ভূমি,
যখন সারারাত নিরবতাগুলো ক্ষত পাঁজর ভেদ করে
ঘুরে বেড়ায় আশপাশে, বুকে জাগে হাহাকার,
তখন শুধু জমানো স্বপ্নগুলো ঝুরঝুর ভেঙে পড়ে।

২৫ জুন, ২০১৭

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র চন্দ্রোদয় এ সন্ধ্যায় ভূদৃশ্য (Evening landscape at moonrise)। শিল্পী চিত্রটি আঁকেন জুলাই ১৮৮৯ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ৬২ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

আরো পড়ুন:  বাঁশিঅলা

Leave a Comment

error: Content is protected !!