সভ্যতার বুকে ঝুলিয়ে রাখা কঙ্কালের মত দাঁড়িয়ে
আমরা আজ ভীষণ একা,
তলিয়ে পড়ছি গভীর গহ্বরে, অথচ
শকুনের মতো খুঁজছি বাঁচবার শেষ আশ্রয়।
সভ্যতার এ-পর্বে জীবনকে মাপা হয়
বাজারের সবজি আর পরিত্যক্ত কৌটার মতো,
শ্রমিকের ঘাম পড়ে থাকে
উচ্ছিষ্ট আবর্জনার মতো।
সোনালি ভোরে যে তরুণ পথে নামে
নতুন স্বপ্ন নিয়ে,
রাতের আঁধার তাকে ফেলে যায় পথের পাশে
ল্যাম্পপোস্টের নিচে পতঙ্গের মতো।
নিঃস্ব নিঃশ্বাস ফেলে চোখগুলো যখন তাকিয়ে থাকে
তখনও সভ্যতার নির্মাণ দাঁড়িয়ে থাকে নিরীহ থাম হয়ে,
তবুও তরুণ স্বপ্ন দেখে চলে রাঙা আলোর,
শ্রমিক শ্রম দিয়ে যায় নতুন সভ্যতা গড়ার।
২০১৩, ময়মনসিংহ
চিত্রের ইতিহাস: সভ্যতা কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র দুই ব্যক্তির সাথে কয়লার নৌকা (Peat-boat with two figures)। শিল্পী চিত্রটি আঁকেন অক্টোবর ১৮৮৩ সালে।
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ১৫ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।