দূরে তবু খুব দূরে নয়, আছো কাছে তুমি
দাঁড়িয়েছো বৃত্ত ভাঙবার ভঙ্গিমায়,
জাপটে ধরেছ ধোঁয়া ভুল ভাবনাহীন;
হাসিখুশি, যেন তুমি ঘরোয়া ঝর্ণা
ছড়িয়ে দিয়েছ গণসংগীত মূর্ছনা,
মৃদু সম্ভাষণ শেষে জানতে চেয়েছিলে,
কেমন ছিলে সেইদিন কার গৃহডোরে?
এখন কেমন আছে সেই সন্ধ্যেটা?
ছলকে উঠেছে মন, ভাবনায় স্মৃতি,
আমরা হয়েছি আজ কার সাথে সাথী,
নড়ছে স্মৃতিপাতা স্মৃতিপ্রবাহে,
ঘটে কী জগতে সব হৃদয়ে যা চাহে?
২৫.০২.২০০৪; কাস্টম মোড়, কুষ্টিয়া।
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি রোজেলিও দে গুসকুইজা (১৮৪৫-১৯১৫) আঁকা চিত্র ‘নাচের সময়ের দিবাস্বপ্ন‘ (A reverie during the ball)। শিল্পী চিত্রটি আঁকেন ১৮৭৯ সালে। ছবিটি উপরে নিচে সামান্য ছেঁটে ব্যবহার করা হয়েছে।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।