তোমার ছন্দে, জীবনানন্দে

বহুদিন পর আবার দেখা—

সেই জারুল ফুল, সেই কাল, সেই কোমলতা;

একদিন সৃষ্টির সহযোগিতায় আমাদের দৃষ্টিমত্ততায়

আনন্দের কলরোল।

ইন্দ্রানি

দিন যাক বা নাই যাক বদলাক বা নাই বদলাক,

অনুভবে তোমার পাশে আমি

একই গাড়িতে সবুজ শাড়িতে সজীব সিঁড়িতে উঠানামা,

সেই রকম চাহনিতে চোখ,

তবুও সময়ের দরজায় আকাঙ্খার তীর,

ঐশ্বর্য আসুক ঘরে জোস্নার আলোয় মিশে,

চিত্রলিপি হোক পদ্মফুলের ঘ্রাণ,

তুমি এসেছো এই সত্যটুকু শুধু

পৃথিবীকে সংবাদ সম্মেলন করে জানালাম;

ইন্দ্রানি,

ভয় নেই জেনেই

তোমায় বলি

হৃদয়বিলাসি নই তাই

ভুলতে পারিনি

স্বর্ণচাঁপার ছবিতে আঁকা মধুমাসের সুসজ্জিত

মেঘবালিকার নীলাভ আকাশখানি।

 

জুন, ৮, ২০০৪, শঙ্কর, ধানমণ্ডি, ঢাকা।

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি রুশ চিত্রকর Галантная сцена -এর আঁকা চিত্র ‘সাক্ষাত(Meeting)। ছবিটি উপরে নিচে সামান্য ছেঁটে ব্যবহার করা হয়েছে।

আরো পড়ুন:  কাছে দূরে

Leave a Comment

error: Content is protected !!