ভুমিকা: জেফিরান্থিস (গণের বৈজ্ঞানিক নাম: Zephyranthes) হচ্ছে এমারিলিডাসি পরিবারে সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম। এই গণে অন্তর্ভুক্ত প্রজাতিগুলো বিরুৎ হয়। বাগানের শোভাবর্ধনের জন্য লাগানো হয়ে থাকে।
বিবরণ: শল্ককন্দযুক্ত এক ধরণের ক্ষুদ্র বীরুৎ। পত্র সরল, রৈখিক বা জিহ্বাকৃতি, পুষ্পেদগমের আগে বা পরে জন্মে । পুষ্প একল, লম্বা ভৌম পুষ্পদণ্ডের শীর্ষে জন্মে। পুষ্পপুটে চোঙ্গাকৃতি নালি খাটো বা লম্বা, উপরিভাগ প্রসারিত। পুষ্পপুটাংশ ৬, ৩টি করে ২ আবর্তে সজ্জিত, মূলীয় অংশ যুক্ত।
পুংকেশর ৬ টি, পুষ্পপুটের মূলীয় অংশ লগ্ন, পুংদণ্ড লম্বা, পরাগধানী রৈখিক পৃষ্ঠলগণ। গর্ভপত্র ৩টি, যুক্ত, গর্ভাশয় ৩-কোষী, ডিম্বক অনেক, গর্ভদন্ড লম্বা, গর্ভমুণ্ড ৩-খন্ডিত।
ফল অর্ধগোলাকার ক্যাপসুল, ৩ প্রকোষ্ঠী বিদারী। বীজ দীর্ঘায়ত, কালো। সাদা ঘাস ফুল, গোলাপী ঘাস ফুল, হলুদ ঘাস ফুল এই গণের অন্তর্ভুক্ত। এই ফুল গুলোকে পেঁয়াজ ফুল বা ঘাস ফুলও বলা হয়।
তথ্যসূত্র:
১. এম এ হাসান (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১১ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩৭২। আইএসবিএন 984-30000-0286-0
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: potocraze
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।