জলছবি

ক্যালেণ্ডারে হাত দিস্ নে।

যা ভাগ, বোকা হাবা !

 

চেয়ার খালি। জানলা খোলা।

নিরক্ষর হাওয়া

বারে বারে একই বইয়ের

ওটাচ্ছে পাতা।

ঘড়ির কাটায় হাত দিস নে,

সময় গোনাগাঁথা।

 

বারান্দায় ফুলের টব,

মেঝেয় ছাড়া-চটি,

ব’সে ব’সে শুঁড় নাড়াচ্ছে

মাটির প্রজাপতি।

 

টেবিলঝাড়া পাখির পালক

ঘরের মধ্যে ওড়ে

খাটের তলায় ছেঁড়া চিঠিটা

বেড়ায় ন’ড়ে-চ’ড়ে।

 

পা আকাশে, হাত নামানো—

রেলিঙে সার বেঁধে

শুকোয় কাপড়। রঙিন ঘুড়ি

তারে রয়েছে বেধে।

 

আলো নেভানো; চোখ বন্ধ।

দেখতে পাচ্ছি সবই।

কাঠের বাক্সে পোকায় কাটছে

পুরনো গ্রুপছবি ।

 

একটিবার দৌড়ে এসে

ও নদী, ও স্মৃতি—

ঘরের এই দেয়াল ধ’রে

দাঁড়াও না, লক্ষ্মীটি!

দরজায় কে পর্দা ঠেলছে ?

বাইরে যাই। ফিরি।

পায়ের শব্দে নেমে যাচ্ছে

অন্ধকার সিঁড়ি॥

আরো পড়ুন:  ফি বাৎসরিক ভুল ফল অথবা গণ্ডার

Leave a Comment

error: Content is protected !!