গুণতন্ত্র (ইংরেজি: Meritocracy) হচ্ছে গুণসম্পন্ন ব্যক্তিগণ কর্তৃক পরিচালিত সরকার। মাইকেল ইয়াং, ড্যানিয়েল বেল প্রমুখ সমাজতাত্ত্বিকেরা প্রত্যয়টির মুখ্য প্রবক্তা। অভিজাতবর্গ প্রত্যয়টির সঙ্গে এটি অনেকাংশে তুলনীয়। গুণ বলতে মােটামুটি বুদ্ধি ও প্রয়াসের সমন্বয় বােঝায়, যার লক্ষণ পরিদৃষ্ট হলে সংশ্লিষ্ট ব্যক্তির উপযােগী শিক্ষার মাধ্যমে তার গুণের দ্রুত উৎকর্ষ বৃদ্ধি করা হয়, যাতে ক্রমে একটি প্রবর গােষ্ঠী গড়ে উঠে সরকারের দায়িত্ব গ্রহণ করে। সেই রাষ্ট্রে যাবতীয় পদে কর্মসংস্থান হবে কেবল গুণসম্পন্ন ব্যক্তিদের; উচ্চ ও নিম্ন সকল পদেই যােগ্যতা অনুযায়ী কাজেকর্মে লােকে নিযুক্ত হবে।
গুণতন্ত্র-এর শ্রেণিগত কোনও অগ্রাধিকার নেই; গুণগত বিচারে সম্রান্ত গােষ্ঠীর মানুষই সব কিছু সুযােগ-সুবিধার অধিকারী। রাষ্ট্রে সামাজিক সচলতা থাকে অনেকটা। গুণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে যা কিছু মনােভঙ্গি থাকুক না কেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় তার স্থান অবধারিত।
তথ্যসূত্র:
১. গঙ্গোপাধ্যায়, সৌরেন্দ্রমোহন. রাজনীতির অভিধান, আনন্দ পাবলিশার্স প্রা. লি. কলকাতা, তৃতীয় মুদ্রণ, জুলাই ২০১৩, পৃষ্ঠা ৯৯-১০০।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।