পিচ ঢালা রাস্তার এক পাশে মাথা উঁচিয়ে
চালতা গাছ একদিন ভ্রমরের জন্য ফুটিয়েছিলো ফুল,
কড়া রোদে পাতা নাচিয়ে তার সেকি হাসি।
এখনো হরেক রঙের পসরা নিয়ে হকার ডেকে
যে টগবগে ছেলেদের নিয়ে যায় সন্ধ্যায় গুটি পায়ে,
তারা আর স্বপ্ন দেখে না।
যে শিশুরা উজ্জ্বল দেয়ালে আঁকত রঙিন ছবি
কেউ যেনও তাদের হাতে আজ যন্ত্রণার চিহ্ন গুঁজে
মাঠ ভরা খুশি নিয়ে চলে গেছে বীণ বাজিয়ে।
এখন ব্যস্ততায় ভরা থাকে লোকালয়ের বুক,
আজ শুধু বেদনার কান্না শোনা যায় গাছটির ফাঁকে,
তারপরও এশহরের আকাশে ওড়ে শিশুর চোখের মতো
দুই একটি ঘুড়ি।
১৯ অক্টোবর, ২০১৬
আকুয়া, ময়মনসিংহ
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র এরিনার দর্শক (Arena at Arles)। শিল্পী চিত্রটি আঁকেন ডিসেম্বর ১৮৮৮ সালে।
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ৫৪ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।