স্বপ্নওয়ালা

এই শহরের গলি পথ প্রতিদিন নতুন করে আবিষ্কার করেছি
কিন্তু তোমাকে পাইনি কোথাও,
কত হেঁটেছি রেল লাইন ধরে পাথর গুণে গুণে
পরিচিত একটিও পাথর পাইনি ,
শহরের শেষ প্রান্তে নদীর সাথে যখন মিলে প্রকৃতি
তখন সন্ধ্যা নামে চায়ের দোকানে উপচে পড়া ভিড় নিয়ে,
সে ভিড়ে তন্ন তন্ন করে খুঁজেছি—পাইনি তোমায়,
হয়তো তুমি ঘুম জাগানিয়া হয়ে আছো মৃত নগরীতে।

স্বপ্নওয়ালা একবার এসো আমাদের শহরে;
ভুলে গিয়েছি আমরা স্বপ্ন দেখতে;
আমাদের সোনালি চোখগুলো আজ পড়ে আছে
অন্ধকার গলি পথের ডাস্টবিনের পাশে।

তোমার স্বপ্ন কাঠির এক ঝটকায়
আমরা আবার দেখতে চাই রাঙা ভোর।

২২ সেপ্টেম্বর, ২০১৬
আকুয়া,ময়মনসিংহ

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র পার্কের পথ (Way in the Voyer d’Argenson Park in Asnieres)। শিল্পী চিত্রটি আঁকেন  ১৮৮৭ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ৫৩ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

আরো পড়ুন:  স্মৃতিচারণ

Leave a Comment

error: Content is protected !!