হাওর

জলজ বিস্তারে কেঁপে উঠে হাওর
পাহাড়ী ঢলের তোরে ধুয়ে যায়
বিচ্ছিন্ন দ্বীপের মতো খাসিকোণা গ্রাম।
প্রবল ঢেউয়ের মাঝে দোলে
সংগ্রামী কেরায়ার দেহ
বিল থেকে উঠে আসে ইজারার মাছ
ইজারার হাতগুলো ছিনিয়ে আনে
অপুষ্ট শরীরগুলোর গ্রাস।

এখানে হানা দেয় বন্যা ও মহামারী
এখানে রোদের তেজে ফেটে যায় জমি
এখানে দাদন ব্যবসায়ী ফুলে উঠে
এখানে রক্ত ঘাম শুকায় মাটিতে
অথচ এখানেই প্রাণগুলো সবুজ সতেজ
এখানেই হৃদয়গুলো পরিশুদ্ধ মানবিক।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি অস্তিত্বের জন্যে যুদ্ধ চাই কাব্যগ্রন্থের তৃতীয় কবিতা।

আরো পড়ুন:  রোদে দেব

Leave a Comment

error: Content is protected !!