চুম্বন ও স্বাধীনতা

— কী দেখতে পাচ্ছো?

— আলোর উজ্জ্বলতা?

— কী স্পর্শ করছ?

— তার মুখ; এলোমেলো দীপ্ত চিবুক,

সবুজ স্নিগ্ধ বনানি, লাস্যময় জারুল বেগুনি  

শিশিরস্নাত কচুরির ফুল;

আমাদের দুজনের সময় মশগুল,

চুম্বন, উষ্ণ হার্দ্য নরম

লাজলজ্জ্বাহীন সভ্যতার সীমাহীন মনোরম

আমাদের হর্ম্য স্বাধীনতা;

প্রেমে যুদ্ধে এবং যুদ্ধোত্তর বেদনায় পাওয়া

এই ভালোবাসা,

খুঁটেখুঁটে জমানো হৃদয়ের ডাকবাক্সে

পরিত্রাণের আশা,

আপাদমস্তক পাবার প্রত্যাশা;

— আলকাতরার মতো জমাট অন্ধকার

কেটে কেটে কতোটা এগুচ্ছো?

— সামনে কাদের দেখতে পাচ্ছো?

স্বর্ণকেশী তরুণীর স্বপ্নের মতো

আলোর উজ্জ্বলতা,

কাকে কাছে ডাকছো?

কবিতার ইতিহাস: বাংলা কবিতাটি ১৮ আগস্ট ২০০৪ কাস্টম মোড়, কুষ্টিয়া, বাংলাদেশ-এ লেখা হয়।

ইংরেজি কবিতাটি পড়ুন: Kiss and freedom

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি জন উইলিয়াম ওয়াটারহাউজ (১৮৪৯-১৯১৭) আঁকা চিত্র ‘হায়লাস এবং জলপরীরা’ (Hylas and the Nymphs)। শিল্পী চিত্রটি আঁকেন ১৮৯৬ সালে। ছবিটি উপরে সামান্য ছেঁটে ব্যবহার করা হয়েছে।

আরো পড়ুন:  তোমার ছন্দে, জীবনানন্দে

Leave a Comment

error: Content is protected !!