অস্তিত্বের জন্য যুদ্ধ চাই

আমি জানি মিথিলাও একদিন
পা দেবে নষ্টের দুয়ারে
বাসন্তীও হয়ে যাবে পরস্ত্রী
সেজন্যই সংসার থেকে পলায়মান
এক বিপ্লবী অর্থনীতির হিসাব কষে
একজন কবি ভলোবাসার কষ্টে
দিশেহারা জীবন বয়ে ছুটছে।
গর্ভবতী কলমগুলো প্রসব করে
নষ্টের তরঙ্গায়িত শব্দমালা।
খেটে খাওয়া মানুষগুলোর
তাতে কিছু যায় আসে না।
ওরা বিপ্লব বুঝে না, অর্থনীতি বুঝে না ,
ওরা বুঝে অস্তিত্বের জন্য ঘাম।
ওদের কে বুঝাতে হবে অস্তিত্বের যুদ্ধ,
নইলে মিথিলাও পা দেবে নষ্টের দুয়ারে,
বাসন্তীও পড়ে নেবে সোনার শিকল।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি অস্তিত্বের জন্যে যুদ্ধ চাই কাব্যগ্রন্থের প্রথম কবিতা।

আরো পড়ুন:  প্রজাপতি জ্বালায় পোড়ায় নিজে পোড়ে না

Leave a Comment

error: Content is protected !!