কত মধুরাতি এলো, এলো আর চলে গেল
জীবনে জোয়ার এলো না।।
সাথীহারা মন আজও সাথী পেল না।।
চাঁদের আলোয় লেখা যত কবিতা
আমার জীবনে সবই হলো যে বৃথা।।
কুহু কুহু কুহুতানে কোয়েলিয়া আমার প্রাণে
সুরের আগুন জ্বেলো না।।
মধুমালতীর মালা কত না লুটালো ধূলিতে,
আমারই বেদনা দোলে শিশির কণিকাগুলিতে।
স্বপন ছড়ায়ে এলো মাধবী নিশা
মিটিল না আজও তবু মিলনতৃষা।
যারে খুঁজি আসে না সে আমার হিয়ার পাশে,
দুরাশা তবু যে গেল না।।
অন্তঃটীকা: শৈলেশ দত্তগুপ্ত এই গানটিতে সুরারোপ করেছিলেন।
মোহিনী চৌধুরী খ্যাতনামা বাঙালি কবি, গীতিকার ও চিত্র পরিচালক। জন্মেছিলেন ১৯২০ সালের ৫ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ডহরপাড়া গ্রামে। শৈশব কৈশোর কেটেছে উত্তর কলকাতায়। রিপন কলেজ থেকে ইংরাজি সাহিত্যের সাম্মানিক স্নাতক। ‘কালস্রোত’, ‘অনুষ্টুপ ছন্দ’, ‘রাজদ্রোহী’, ‘নায়িকা সংবাদ’, ‘শুকসারী’ প্রভৃতি ছবির জন্য গান লিখেছেন। গীতিকার মোহিনী চৌধুরী মারা যান ২১ মে, ১৯৮৭।