ভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী, তোমারই দুয়ারে কুড়াতে
ভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী, তোমারই দুয়ারে কুড়াতে এসেছি ফেলে দেওয়া মালাখানি, নয়নের জলে যে কথা জানাই, সে ব্যথা আমার কেহ বোঝে নাই, মেঘের মরমে যে মিনতি কাঁদে চাঁদ বুঝিবে না জানি, ভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী। আরো পড়ুন