বর্ণনা: বাংলাদেশের ব্যাঙের তালিকায় রঙিন ভেনপু ব্যাঙ বাংলাদেশের একটি ব্যাঙের প্রজাতি। এই প্রজাতির ব্যাঙের তুন্ডের শীর্ষ থেকে পায়ুর দৈর্ঘ্য ৮ সেমি। ত্বক মসৃণ বা অনিয়মিত চ্যাপ্টা আঁচিল থাকে। এদের মাথা ছোট। তুন্ড খর্ব, গোলাকৃতি দৈর্ঘ্য চোখের ব্যাসের সমান।
স্বভাব ও আবাসস্থল: এই প্রজাতির ব্যাঙ কাঠের গুড়ি, জলাশয়, খাল নর্দমায় বাস করে। এই প্রজাতির ব্যাঙ শহরে বা নগরে দ্রুত কলোনি গঠন করতে পারে এবং এরা মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ আবাস গড়তে পারে। এটি সম্ভবত জলাভূমি/ নদী তীর/ বনের কিনারায় সহজে অভিযোজন করতে পারে এবং এই প্রজাতি সফলভাবে কৃষি ও আবাসিক এলাকাগুলিতে অভিযোজিত হয়েছে, যদিও এটি এখনও শুষ্ক বনগুলিতে পাওয়া যেতে পারে। এটি একটি নিশাচর এবং খননকারী প্রজাতির, ছোট পুল বা স্রোতধারা, সাধারণত ঋতুকালীন বৃষ্টিবিধৌত ধারায়, বা পুকুরের মধ্যে প্রজনন করতে পারে। এটি গুল্ম জাতীয় গাছে গর্ত করতে পারে বা আরোহণ করতে পারে।[১]
বিস্তার: এই প্রজাতির ব্যাঙ বাংলাদেশে কিছুটা অপ্রতুল। এদেরকে কম্বোডিয়া, চিন, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনামে পাওয়া যায়।
অবস্থান: এই প্রজাতির ব্যাঙের দ্রুত ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
তথ্যসূত্র:
১. “Kaloula pulchra“, http://www.iucnredlist.org/details/57855/0, The IUCN Red List of Threatened Species। সংগ্রহের তারিখ: ১৫ অক্টোবর ২০১৮।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।