পূর্ব হিমালীয়ান বেগোনিয়া পাবর্তঞ্চলের বাহারি বিরুৎ

বিরুৎ

পূর্ব হিমালীয়ান বেগোনিয়া

বৈজ্ঞানিক নাম: Begonia roxburghii (Miq.) DC., Prodr. 15 (1): 398 (1864). সমনাম: Begonia malabarica Roxb. (1832), Loclinium roxburghii Miq. (1856). ইংরেজি নাম: East Himalayan Begonia স্থানীয় নাম: পূর্ব হিমালীয়ান বেগোনিয়া, দিয়েং জাজু।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae. বিভাগ: Angiosperms. অবিন্যাসিত: Edicots. বর্গ: Cucurbitales. পরিবার: Begoniaceae. গণ: Begonia  প্রজাতির নাম: Begonia roxburghii

ভূমিকা: পূর্ব হিমালীয়ান বেগোনিয়া (বৈজ্ঞানিক নাম: Begonia roxburghii) বেগোনিয়াসিস পরিবারের একটি এক প্রকারের বাহারি বিরুৎ। এই প্রজাতি দক্ষিণ এশিয়ার দেশে জন্মে।

পূর্ব হিমালীয়ান বেগোনিয়া-র বর্ণনা:

ঋজু, সরস বীরুৎ, মূল তন্তুময়। কান্ড ৩০-৬০ সেমি লম্বা, মসৃণ বা তরুণ অবস্থায় সূক্ষ্ম রোমশ। পত্র সরল, ১৫-২২ সেমি লম্বা, দীর্ঘা, মসৃণ বা উভয় পৃষ্ঠের শিরা সূক্ষ্ম রোম যুক্ত, বৃন্ত ৫-১২ সেমি লম্বা, উপপত্রিকা ভল্লাকার, মসৃণ, পর্ণমোচী।

পুষ্পবিন্যাস খাটো সাইম, কাক্ষিক দীর্ঘ শাখা বিশিষ্ট, প্রায়শ অল্প সংখ্যক পুষ্প বিশিষ্ট, মঞ্জরীপত্র সরু, ভল্লাকার বা রৈখিক। পুষ্প সাদাটে নীল বর্ণযুক্ত।

পুংপুষ্প: বৃত্যংশ ২ টি, বৃহৎ, মসৃণ, সাদাটে, পাপড়ি ২ টি, বৃত্যংশ অপেক্ষা ক্ষুদ্রতর, সাদা বা অনুরূপ বর্ণযুক্ত, পুংকেশর ৫০ টি।

স্ত্রীপুষ্প: গর্ভাশয় ৪ কোষী, অমরা অত্যন্ত পুরু, সরস, সমান দ্বিখন্ডিত, গর্ভদন্ড ৪ টি, দ্বিখন্ডিত, গর্ভমুন্ড সর্পিলাকারে ৩ অংশে বিন্যস্ত।

ফল ক্যাপসিউল, ১.২-১.৬ সেমি ব্যাস বিশিষ্ট, বেগুনি লাল, ঝুলন্ত, প্রাচীর পুরু, সরস, অবিদারী বা শেষে কোণাকারে বিদারী। বীজ সামান্য উপবৃত্তাকার, অনেকটা বিডিম্বাকার।

ক্রোমোসোম সংখ্যা: 2n = ২২ (Kumar and Subramaniam, 1986).

আবাসস্থল ও বংশ বিস্তার:

পাহাড়ী ঢলের ভিজা ও ছায়াযুক্ত স্থান। ফুল ও ফল ধারণ জুলাই-আগস্ট মাস। বীজ ও গ্রন্থিকন্দের সাহায্যে বংশ বিস্তার হয়।

বিস্তৃতি:

নেপাল, ভারত (সিকিম, পূর্বহিমালয়, হিমাচল প্রদেশ ও আসাম) ও মায়ানমার। বাংলাদেশের সিলেট জেলার জৈন্তাপুর বনাঞ্চল এবং পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে সংগ্রহ করা হয়েছে।

আরো পড়ুন:  বাংলাদেশে পুষ্পশিল্পের সম্ভাবনা প্রসঙ্গে

গুরুত্ব: বাহারি উদ্ভিদরূপে চাষাবাদ করা হয়। পত্র সবজিরূপে ব্যবহৃত।

অন্যান্য তথ্য:

বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের ৭ম খণ্ডে (আগস্ট ২০১০) পূর্ব হিমালীয়ান বেগোনিয়া  প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, আবাসস্থল ধ্বংসের কারণে বাংলাদেশে এটি সংকটাপন্ন।

বাংলাদেশে পূর্ব হিমালীয়ান বেগোনিয়া সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে এই প্রজাতিটির যথাস্থানে সংরক্ষণের প্রয়োজন।

তথ্যসূত্র:

১. বি এম রিজিয়া খাতুন (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ম (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১২। আইএসবিএন 984-30000-0286-0

Leave a Comment

error: Content is protected !!