দেয়ালের লিখন

বাবু হয়ে ব’সে গদিতে।
ভুলে গেছে ভুয়ে পা দিতে।

দেশের লোকের ছাড়ছে নাড়ি।
বাড়ছে দলের গাড়ি বাড়ি।।

মন্ত্রী মশাই, করেন কী ?
পরের ধনে পোদ্দারি।

হাকিমসাহেব, করেন কী ?
খোদার ওপর খোদারি।
আহা আহা, করেন কী ?
ঢের হয়েছে, গোটান এবার
                      পাততাড়ি।।

দেমাকে ভাবে ধরাকে সরা।
ভোটে ও ভাই, ওটাকে সরা ॥

গণতন্ত্রে এটাই মজা।
আজ যে রাজা, কাল সে প্রজা।।

বাক্যবাগীশ ষাঁড়ের গোবর।
ছড়ি ঘোরায় মাথার ওপর ॥

গরিবের জন্যে পোড়ে মন।
গুছিয়ে নেন বাছাধন॥

কান-কাটাদের রাজ্যে।
ঠোট-কাটারা যাই বলুক না।
           আনে না কেউ গ্রাহ্যে।।

আরো পড়ুন:  আমরা যাবো

Leave a Comment

error: Content is protected !!