বাবু হয়ে ব’সে গদিতে।
ভুলে গেছে ভুয়ে পা দিতে।
দেশের লোকের ছাড়ছে নাড়ি।
বাড়ছে দলের গাড়ি বাড়ি।।
মন্ত্রী মশাই, করেন কী ?
পরের ধনে পোদ্দারি।
হাকিমসাহেব, করেন কী ?
খোদার ওপর খোদারি।
আহা আহা, করেন কী ?
ঢের হয়েছে, গোটান এবার
পাততাড়ি।।
দেমাকে ভাবে ধরাকে সরা।
ভোটে ও ভাই, ওটাকে সরা ॥
গণতন্ত্রে এটাই মজা।
আজ যে রাজা, কাল সে প্রজা।।
বাক্যবাগীশ ষাঁড়ের গোবর।
ছড়ি ঘোরায় মাথার ওপর ॥
গরিবের জন্যে পোড়ে মন।
গুছিয়ে নেন বাছাধন॥
কান-কাটাদের রাজ্যে।
ঠোট-কাটারা যাই বলুক না।
আনে না কেউ গ্রাহ্যে।।
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।