প্ররোচক বা উস্কানিদাতা বা দালাল কাকে বলে

রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের ক্ষেত্রে প্ররোচক বা উস্কানিদাতা বা দালাল (ফরাসি: Agent Provocateur) হচ্ছে সেই ধরনের লোক যাদেরকে নিজ পক্ষের স্বার্থ সিদ্ধির জন্য প্রতিদ্বন্দ্বী অন্য পক্ষের ভিতর সমর্থকের ছদ্মবেশে অনুপ্রবেশ করিয়ে দেয়া হয়। এরূপ কৌশলের প্রধান উদ্দেশ্য হয় ছদ্মবেশী সমর্থক দ্বারা এমন কোনো ঘটনার সৃষ্টি করা যার ফলে উক্ত পক্ষের কোনো মারাত্মক ক্ষতি সাধিত হতে পারে। ক্ষতিগ্রস্থ পক্ষ এরূপ লোকের সন্ধান পেলে তাকে প্ররোচক, উস্কানিদাতা বা দালাল বলে অভিহিত করে।

ইংরেজি ‘এজেণ্ট প্রভোকেচার’ কথাটির মূল ফরাসি। এর অর্থ উস্কানিদাতা বা প্ররোচক। অনেক সময়ে দেখা যায় যে, কোনো রাজনীতিক দল নিজের ব্যর্থতার দ্বায়িত্ব কল্পিত ‘প্ররোচকের’ ঘাড়ে চাপিয়ে দেয়। শূধু প্রতিদ্বন্দ্বী দল নয়, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এক রাষ্ট্র কর্তৃক আর এক রাষ্ট্রকে আক্রমণের অজুহাতে সৃষ্টির জন্য প্ররোচক দ্বারা মারাত্মক ঘটনা ঘটাবার বহু দৃষ্টান্ত পাওয়া যায়।

তথ্যসূত্র:

১. সরদার ফজলুল করিম; দর্শনকোষ; প্যাপিরাস, ঢাকা; ৫ম মুদ্রণ জানুয়ারি, ২০১২; পৃষ্ঠা ২৯-৩০।

আরো পড়ুন:  দেশপ্রেম ও আন্তর্জাতিকতাবাদ

Leave a Comment

error: Content is protected !!