রাক্ষুসিনী নদী বাংলাদেশের ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলার একটি নদী

রাক্ষুসিনী নদী (ইংরেজি: Rakkhusini River) বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১২ কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। নদীটিতে জোয়ার ভাঁটার প্রভাব থাকে না। নদীটি মূলত তুলাই নদীর উপনদী যা তুলাই নদীর ডান তীরে এসে মিলিত হয়েছে।[১]

প্রবাহ: রাক্ষুসিনী নদীটি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মাঝখুড়িয়া গ্রামের নিম্নভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। এখান থেকে নদীটি সূর্যপুরে দিনাজপুর বীরগঞ্জ পীরগঞ্জ জেলা সড়ক অতিক্রম করেছে। তারপর নদীটি সূর্যপুর ও মাধবপুর পেরিয়ে বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নে প্রবেশ করে আরো এগিয়ে ইসলামপুর, মুরারিপুর পার হয়ে শঙ্খচূড়া হয়ে হরিশচন্দ্রপুরে বোচাগঞ্জ কাহারোল সড়ক অতিক্রম করেছে। এরপর নদীটি মুশিদহাট ইউনিয়নের আইগনগাঁও পার হয়ে জলগাঁও অঞ্চলে তুলাই নদীতে নিপতিত হয়েছে।

রাক্ষুসিনী নদীতে সারা বছর পানি প্রবাহ থাকে না, তবে বর্ষা মৌসুমে যথেষ্ট পানি প্রবাহ বেড়ে যায়। শুকনো মৌসুমে নদীটি শুকিয়ে যায় এবং নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে ধান চাষ করা হয়। পলির প্রভাবে এ নদী ক্রমান্বয়ে ভরাট হয়ে যাচ্ছে এবং পূর্বের তুলনায় এই নদীর প্রবহমানতা অনেকটা হ্রাস পেয়েছে।

এই নদীর তীরে পড়াপুকুর বাজার, দেওগাঁও বকুলতলা ডিগ্রি কলেজ, ইশানিয়া বাজার, মুরারিপুর প্রাথমিক বিদ্যালয়, সিদাহার বাজার অবস্থিত। এই নদী অববাহিকায় কোনো সেচ প্রকল্প নেই। নদীতে কোনো রেগুলেটর নেই এবং কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই।

আলোকচিত্রের ইতিহাস: বোচাগঞ্জ উপজেলার মোহনার কাছে তুলাই এবং রাক্ষুসিনী নদীর এই স্ক্রিনশটটি গ্রহণ করেছেন অনুপ সাদি গুগল আর্থ থেকে ১১ ডিসেম্বর ২০২০ তারিখে।

তথ্যসূত্র

১. হানিফ শেখ, ড. মো. আবু (ফেব্রুয়ারি ২০১৬)। “উত্তর-পূর্বাঞ্চলীয় নদ-নদী”। বাংলাদেশের নদ-নদী ও নদী তীরবর্তী জনপদ (প্রথম সংস্করণ)। ঢাকা: অবসর প্রকাশনা সংস্থা। পৃষ্ঠা ৬৪। আইএসবিএন 978-9848797518।

Leave a Comment

error: Content is protected !!