আমার ব্যথার গানে তোমায় আমি ছুঁয়ে গেলাম বারে বারে, কেমন ক’রে ভুলবে তারে

আমার ব্যথার গানে তোমায় আমি ছুঁয়ে গেলাম বারে বারে হচ্ছে অজয় ভট্টাচার্যের লেখা একটি আধুনিক বাংলা গান। গানটির আকার মাঝারি ধরনের এবং গানটি মোট পনের লাইনের। গানটি সুরকার ও শিল্পীর নাম জানা যায় না। গানটি অজয় ভট্টাচার্যের একটি গীতিকবিতা বা কাব্যগীতি ধারার গান।

গানটি নারায়ণ চৌধুরী সংকলিত ও সম্পাদিত রেণুকা ভট্টাচার্য প্রকাশিত এম সি সরকার এন্ড সন্স প্রাইভেট লিমিটেড পরিবেশিত অজয়-গীতি সংগ্রহ কলকাতা প্রথম প্রকাশ আগস্ট ১৯৭৫ গ্রন্থের ৩৩ পৃষ্ঠায় প্রকাশিত রয়েছে।

গানের কথা

আমার ব্যথার গানে তোমায় আমি
ছুঁয়ে গেলাম বারে বারে
কেমন ক’রে ভুলবে তারে।।

অশ্রু আমার বাদল হয়ে
তোমায় কাঁদায় র’য়ে র’য়ে,
আমার জ্বালা প্রদীপ হয়ে
জ্বলে তব অভিসারে।।

কণ্ঠমালায় হয় নি যে ঠাঁই
পথপারের কুসুম আমি,
সুবাস দিয়ে তোমার পায়ে
জানাই প্রণাম দিবসযামী।
শেষ হয়েছে বিফল চাওয়া,
এবার শুধু এড়িয়ে যাওয়া,
যে নাম ছিল মনের মাঝে
মুছে যাবে নয়নধারে।।

আরো পড়ুন:  নিটোল পায়ে রিনিক ঝিনিক পায়েলখানি বাজে, মাদল বাজে সেই সংকেতে

Leave a Comment

error: Content is protected !!