ঝন ঝন ঝন ঝন মঞ্জীর বাজে ওগো, বাজে দূর বনতল ছায়ে শুনি হিয়া মাঝে ওগো

ঝন ঝন ঝন ঝন মঞ্জীর বাজে ওগো হচ্ছে অজয় ভট্টাচার্যের লেখা একটি আধুনিক বাংলা গান। গানটির আকার খুব ছোট। গানটি মাঝারি আকারের ১৫ লাইনের। গানটি সুর করেছিলেন হিমাংশু দত্ত এবং গেয়েছিলেন শচীন দেববর্মণ। গানটি অজয় ভট্টাচার্যের একটি রাগপ্রধান গান।

গানটি নারায়ণ চৌধুরী সংকলিত ও সম্পাদিত রেণুকা ভট্টাচার্য প্রকাশিত এম সি সরকার এন্ড সন্স প্রাইভেট লিমিটেড পরিবেশিত অজয়-গীতি সংগ্রহ কলকাতা প্রথম প্রকাশ আগস্ট ১৯৭৫ গ্রন্থের ১৫১ পৃষ্ঠায় প্রকাশিত রয়েছে।

গানের কথা

ঝন ঝন ঝন ঝন মঞ্জীর বাজে ওগো,
বাজে দূর বনতল ছায়ে শুনি হিয়া মাঝে ওগো
আসিলে শ্যামল প্রিয়
তোমরা রহিও, রাঙা ফুল দিও
অভিমানে ঝরে গেছে মালা আঁখি মোর লাজে।।

আরো পড়ুন:  কে যাস রে ভাটি গাঙ বাইয়া, আমার ভাইধনরে কইও—নাইওর নিতো

Leave a Comment

error: Content is protected !!