সে নিল বিদায় না-বলা ব্যথায় আমি ছিনু অভিমানে, রজনীগন্ধা জানে

সে নিল বিদায় না-বলা ব্যথায় আমি ছিনু অভিমানে হচ্ছে অজয় ভট্টাচার্যের লেখা একটি আধুনিক বাংলা গান। গানটির আকার মাঝারি ধরনের এবং গানটি মোট তের লাইনের। গানটি অজয় ভট্টাচার্যের একটি সিনেমার গান।

গানটি নারায়ণ চৌধুরী সংকলিত ও সম্পাদিত রেণুকা ভট্টাচার্য প্রকাশিত এম সি সরকার এন্ড সন্স প্রাইভেট লিমিটেড পরিবেশিত অজয়-গীতি সংগ্রহ কলকাতা প্রথম প্রকাশ আগস্ট ১৯৭৫ গ্রন্থের ১৪৫ পৃষ্ঠায় প্রকাশিত রয়েছে।

গানের কথা

সে নিল বিদায়
না-বলা ব্যথায়
আমি ছিনু অভিমানে
রজনীগন্ধা জানে
সে কেন তাহারে
সাধিল না হায়!

ছিল মোর চোখে জল
দেখি নি যাবার আগে,
যূথী কেন কহিল না, –
‘যেও না, শপথ লাগে।’
পথে তৃণদল ছিল
সে কেন রে যেতে দিল,
ফুটিল না কেন নিঠুরের পায়।।

আরো পড়ুন:  আলোছায়া দোলা উতলা ফাগুনে বনবীণা বাজে, পথচারী কলি চলে যে কাকলি

Leave a Comment

error: Content is protected !!