জাত বাটনা
বৈজ্ঞানিক নাম: Castanopsis lanceifolia (Kurz) Hickel & A. Camus.
সমনাম: Synaedrys lanceifolia Koidz.; Quercus tema Buch.-Ham. ex Wall.; Quercus lanceifolia Roxb.; Quercus kurzii Hance; Pasania lanceifolia Oerst.; Castanopsis roxburghiana S.N.Biswas; Castanopsis kurzii (Hance) S.N.Biswas; Castanea lanceifolia (Oerst.) Kurz.
বাংলা ও স্থানীয় নাম: জাত বাটনা (চট্টগ্রাম), শাকমা (সিলেট), টুকি বাটনা, সিংগ্রা ইত্যাদি।
ইংরেজি নাম:
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae – Plants
শ্রেণী: Eudicots
উপশ্রেণি: Rosids
বর্গ: Fagales
পরিবার: Fagaceae
গণ: Castanopsis
প্রজাতি: Castanopsis lanceifolia.
বিবরণ: জাত বাটনা ছোট থেকে মাঝারি আকৃতির ডালপালা বিশিষ্ট চিরসবুজ বৃক্ষ,উচ্চতায় ২০-২৫ মিটার পর্যন্ত হয়। এদের গুঁড়ি কাণ্ড সরল, সোজা এবং গোলাকার। বাকল ধূসর-বাদামি বর্ণের এবং বাকলের উপরি ভাগ ঘনভাবে ফাটলযুক্ত। এদের পাতা সরল, আয়তাকার, লম্বায় ১২-২০ সেন্টিমিটার, পাতার উপরিপৃষ্ঠ উজ্জ্বল ও নিম্নপৃষ্ঠ লালচে, কিনারা মসৃণ এবং আগা সূচালো। মে-জুন মাসে লম্বা পুষ্পবিন্যাসে ফুল বিন্যস্ত থাকে। একই গাছে পুংফুল ও স্ত্রীফুল ধরে। এদের ফল নাট ধরনের,ফলের বহিরাবরণ ৪-৬টি ঢেউ খেলানো রিং দ্বারা বেষ্টিত। জুলাই-আগস্ট মাসে পরিপক্ক ফল কমলা-বাদামি বর্ণের হয়। প্রতি ফলে ১টি করে বীজ থাকে। প্রতি কেজিতে বীজের সংখ্যা ১,০০০-১,৩০০টি। সাধারণ তাপমাত্রায় বীজ বায়ুরোধক পাত্রে ২০-২৫ দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়।
প্রজনন ও বংশবিস্তার: সাধারণত বনাঞ্চলে বীজ দিয়ে জাত বাটনার চারা জন্মায় ও বংশ বিস্তার হয়। নার্সারিতে সংগৃহীত বীজ পলিব্যাগে বপন করে চারা উৎপাদন করা হয়। চারা গজানো বা বীজের অঙ্কুরোদগমের হার শতকরা প্রায় ৪০-৫০ ভাগ। চারা গজাতে সময় লাগে ৯০-১২০দিন।
ভৌগোলিক বিস্তৃতি: বাংলাদেশ, ভারত, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস ও দক্ষিণ চীন
বাংলাদেশে বিস্তৃতি ও প্রাপ্তিস্থান: চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট বনাঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মানো জাত বাটনার কদাচিৎ গাছ বিক্ষিপ্তভাবে দেখা যায়।
গুরুত্ব ও ব্যবহার: কাঠ হালকা বর্ণের, বেশ শক্ত, মজবুত এবং টেকসই। গৃহ নির্মাণ ও আসবাবপত্র তৈরিতে কাঠ ব্যবহৃত হয়।
সংরক্ষণের জন্য গৃহীত পদক্ষেপ: আরণ্যক ফাউন্ডেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এর সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে কালা বাটনার চারা লাগিয়ে সংরক্ষণের পদক্ষেপ গ্রহণ করেছে।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।