একদা পাখির দিকে চেয়ে চেয়ে
আদিগন্ত বিস্তৃত হিমালয় পেরিয়ে
দূরে বহুদূরে মৃত্যু আর জীবনের মাঝখানে
একটি ঘটনা
কেউ আর কোনোদিন না জানুক
তুমি তো জেনেছ
মুহূর্তের সাক্ষাতটুকু শেষ হলে
বাঁচবে পুনর্বার জিতবার আরাধনা
বহুবার ঘুরে ফিরে এসেছি যেই মোড়ে
আড়মোড়া ভেঙে মনটাকে করতে সচল
মন চল অন্যখানে চল
বারবার একই পথে ঘুরপাক খাওয়া
এতোই মেধাবী মানুষ
তবুও ভুলে যায় পুরনো শেকড়
একটি সাক্ষাত তবু শেষ হয়
অন্যখানে ঝড় বৃষ্টি স্রোত
জীবনের আহ্বান
ইচ্ছেরা জেগেছে জাগুক।
৫ জানুয়ারি, ২০১৮; বানেশ্বর হাইট, কাঠমান্ডু, নেপাল
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি শিল্পী ভ্যান গগের চিত্র দুপুরে বিশ্রাম।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।