একটি সাক্ষাত

একদা পাখির দিকে চেয়ে চেয়ে

আদিগন্ত বিস্তৃত হিমালয় পেরিয়ে

দূরে বহুদূরে মৃত্যু আর জীবনের মাঝখানে

একটি ঘটনা

কেউ আর কোনোদিন না জানুক

তুমি তো জেনেছ

মুহূর্তের সাক্ষাতটুকু শেষ হলে

বাঁচবে পুনর্বার জিতবার আরাধনা

 

বহুবার ঘুরে ফিরে এসেছি যেই মোড়ে

আড়মোড়া ভেঙে মনটাকে করতে সচল

মন চল অন্যখানে চল

বারবার একই পথে ঘুরপাক খাওয়া

এতোই মেধাবী মানুষ

তবুও ভুলে যায় পুরনো শেকড়

একটি সাক্ষাত তবু শেষ হয়

 

অন্যখানে ঝড় বৃষ্টি স্রোত

জীবনের আহ্বান

ইচ্ছেরা জেগেছে জাগুক।

 

৫ জানুয়ারি, ২০১৮; বানেশ্বর হাইট, কাঠমান্ডু, নেপাল

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি শিল্পী ভ্যান গগের চিত্র দুপুরে বিশ্রাম।

আরো পড়ুন:  একদিন তোলপাড় বর্ষার বৃষ্টির ফোঁটায়

Leave a Comment

error: Content is protected !!