বাসি বকুলের মালা সুগন্ধি বিলায় না আর।
বিস্মরণের আসনে বসে একালের মুখরা নারীরা।
ভবের মেলায় ঘুরে ফিরে ঘুরে বীর হারকিউলিস।
স্বাধীন গ্যাসের বাতি বেচা হয় পুঁজিবাদের ঘাটে।
প্লুটোর শহরে আজ ডলারের বড় দাপাদাপি।
মহারাজার ঘানি টানে ব্যালটের রঙিন ইঞ্জিন।
রেসের মাঠে খোড়া হয় রাণী বারেবার।
কালের শকুন সাজে সময়ের সাহসি ডাক্তার।
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ফ্রেডরিক লেইটনের (১৮৩০-১৮৯৬) আঁকা চিত্র ‘অ্যালসেস্টিসকে বাঁচাতে মৃত্যুর সাথে হারকিউলিসের লড়াই’ (Hercules Fighting Death to Save Alcestis)। শিল্পী চিত্রটি আঁকেন ১৮৬৯-৭১ সালে।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।