পথভ্রষ্ট হারকিউলিস

বাসি বকুলের মালা সুগন্ধি বিলায় না আর।

বিস্মরণের আসনে বসে একালের মুখরা নারীরা।

ভবের মেলায় ঘুরে ফিরে ঘুরে বীর হারকিউলিস।

স্বাধীন গ্যাসের বাতি বেচা হয় পুঁজিবাদের ঘাটে।

প্লুটোর শহরে আজ ডলারের বড় দাপাদাপি।

মহারাজার ঘানি টানে ব্যালটের রঙিন ইঞ্জিন।

রেসের মাঠে খোড়া হয় রাণী বারেবার।

কালের শকুন সাজে সময়ের সাহসি ডাক্তার।

 

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ফ্রেডরিক লেইটনের (১৮৩০-১৮৯৬) আঁকা চিত্র ‘অ্যালসেস্টিসকে বাঁচাতে মৃত্যুর সাথে হারকিউলিসের লড়াই(Hercules Fighting Death to Save Alcestis)। শিল্পী চিত্রটি আঁকেন ১৮৬৯-৭১ সালে।

Leave a Comment

error: Content is protected !!