সদাগরি অফিস

গঙ্গা কইতরও ওড়ে, জলের ভেতরে নড়ে ছোট ডানকিনা,
একদিকে সমুদ্র আর অন্যদিকে বাবুর আঙিনা,
সাহায্য করেছ বাবু, মুক্তিযুদ্ধে নিয়েছ দক্ষিণা
তাই
আজ চাও পুরো জলাভূমি, জলাবনের মালিকানা,

পাখনায় লেগেছে আঘাত, চাবুকও বসেছে বুঝি হৃদ পাথারে,
একটু হাঁড়ির ভাত, দুই ধর্মে ভাগাভাগি করে,
খেয়েছিলে কোনকালে!
তারপর কত দিন চলে গেছে আধিপত্যের হল্লাবোলে,

টাটা আর আম্বানির গোলায় উড়ে গেছে সাম্যের দাবিখানা
মাথা আর ধড় ভিন্ন হলে কেউ তো এই গৃহে, সহজে ফেরে না।

নয়া যুগ এলো ভাই, সম্রাটেরা ডেকে বলে শুন পুণ্যবান
পেছন দুয়ারে এলো হাজার ডলার দেখো
উন্নয়ন চাহে না কে? নিশ্চয় মহা মূর্খ ডান;
মাঝখানে খেয়ে যায় সাহেব-বিবি স্বাধীনতার ধান।

২৭ মার্চ, ২০১৭, বুদ্ধনগর, কাঠমান্ডু।

আরো পড়ুন:  দশ আঙ্গুলের স্পর্শে একটি প্রত্যাশিত দিন

Leave a Comment

error: Content is protected !!