গঙ্গা কইতরও ওড়ে, জলের ভেতরে নড়ে ছোট ডানকিনা,
একদিকে সমুদ্র আর অন্যদিকে বাবুর আঙিনা,
সাহায্য করেছ বাবু, মুক্তিযুদ্ধে নিয়েছ দক্ষিণা
তাই
আজ চাও পুরো জলাভূমি, জলাবনের মালিকানা,
পাখনায় লেগেছে আঘাত, চাবুকও বসেছে বুঝি হৃদ পাথারে,
একটু হাঁড়ির ভাত, দুই ধর্মে ভাগাভাগি করে,
খেয়েছিলে কোনকালে!
তারপর কত দিন চলে গেছে আধিপত্যের হল্লাবোলে,
টাটা আর আম্বানির গোলায় উড়ে গেছে সাম্যের দাবিখানা
মাথা আর ধড় ভিন্ন হলে কেউ তো এই গৃহে, সহজে ফেরে না।
নয়া যুগ এলো ভাই, সম্রাটেরা ডেকে বলে শুন পুণ্যবান
পেছন দুয়ারে এলো হাজার ডলার দেখো
উন্নয়ন চাহে না কে? নিশ্চয় মহা মূর্খ ডান;
মাঝখানে খেয়ে যায় সাহেব-বিবি স্বাধীনতার ধান।
২৭ মার্চ, ২০১৭, বুদ্ধনগর, কাঠমান্ডু।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।