ও মোর ময়না গো কার কারণে তুমি একলা?
ও মোর ময়না গো / ও মোর ময়না গো, কার কারণে তুমি একলা ? কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ? সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না, ও মোর ময়না গো, দূর দূর দূর দুর্ পানে আনমনে চাহিয়া, কি বিরাগের রাগিনী যাও গাহিয়া আরো পড়ুন