একটি মৃত্যু

মেয়েটির কথাগুলো শুকনো পাতার মতো ক্ষণে ক্ষণে উড়ছিলো,
স্মৃতিরা কেঁদেছিলো শীতে ঝরা পাতার মতো,
ঢিলে আলখাল্লার মতো চোখ জোড়া কেঁপেছিলো,
সবাই যখন অমাবস্যার মতো ঘুমিয়েছিলো,
মেয়েটি তখন দাঁড়িয়েছিলো একা অন্ধকারে,
নিভিয়ে দিয়েছিলো সে সবার ঘরের মৃদু বাতি,
রিপু করে নিয়েছিলো সবার দেওয়া ক্ষত।

জমানো সঞ্চয় দিয়ে টিকে থাকতে চেয়েছিলো,
অনেক ব্যর্থতার মতো সেও হয়েছিলো পরাজিত,
প্রকৃতির সব কিছু রুদ্ধ করে দিয়েছিলো—
তার বেঁচে থাকার পথ,
ওরা যখন তৃপ্তি মিটিয়ে চলে গিয়েছিলো—
তখন তার নিথর দেহ অপেক্ষা করেছিলো
একটি ভোরের জন্য।

২১ অক্টোবর, ২০১৪
ময়মনসিংহ

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র রাতের ক্যাফে (The Night Café)। শিল্পী চিত্রটি আঁকেন সেপ্টেম্বর ১৮৮৮ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ৪৩ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

আরো পড়ুন:  এক অনাত্মীয় নগরবাসী গান

Leave a Comment

error: Content is protected !!