চাড়ালবোন নদী ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলার একটি নদী
চাড়ালবোন নদী বা চাঁড়ারবান্দ নদী (ইংরেজি: Charalbon River) বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১০-১২ কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। নদীটিতে জোয়ার ভাঁটার প্রভাব নেই।